RBI Repo Rate: EMI-এর বোঝা বাড়তে পারে? ঋণনীতি ঘোষণা করল RBI

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি (মনিটারি পলিসি কমিটি বা এমপিসি) সিদ্ধান্ত নিয়েছে রেপো রেট অপরিবর্তি রাখার। রেপো রেট ৬.৫ শতাংশ থাকছে। 

Advertisement
EMI-এর বোঝা বাড়তে পারে? ঋণনীতি ঘোষণা করল RBIআরবিআই গভর্নর শক্তিকান্ত দাস।
হাইলাইটস
  • রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।
  • রেপো রেট ৬.৫ শতাংশ হারে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ৬ সদস্যের মুদ্রানীতি কমিটি।
  • , স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট থাকছে ৬.২৫ শতাংশ।

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি (মনিটারি পলিসি কমিটি বা এমপিসি) সিদ্ধান্ত নিয়েছে রেপো রেট অপরিবর্তি রাখার। রেপো রেট ৬.৫ শতাংশ থাকছে। 

রেপো রেট ৬.৫ শতাংশ হারে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ৬ সদস্যের মুদ্রানীতি কমিটি। এতে সুদের হার অপরিবর্তিত থাকছে। এই প্রসঙ্গে আরবিআই গভর্নর বলেছেন, 'আর্থিক উন্নয়ন মূল্যায়নের পরই ৫-১ ভোটাভুটিতে রেপো রেট ৬.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।'

আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট থাকছে ৬.২৫ শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি (এসএসএফ) রেট থাকছে ৬.৭৫ শতাংশে। 


রেপো রেট কী?

বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে হারে ঋণ দেয় আরবিআই, তাকে রেপো রেট বলা হয়। বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ দেয়, তাকে রিভার্স রেপো রেট বলা হয়। সাধারণত দেখা যায়, রেপো রেট বাড়লে তার সরাসরি প্রভাব এসে পড়ে ঋণ শোধের প্রক্রিয়ায়। তাই রেপো রেট বাড়লে বাড়ি-গাড়ি কেনার ইএমআই বৃদ্ধি পেতে পারে। 

গত বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বেশ কিছু নতুন ঘোষণা করেছেন নির্মলা। সেই সঙ্গে সরকারের গত ১০ বছরের সাফল্য বাজেট বক্তৃতায় তুলে ধরেন নির্মলা। কর্মসংস্থান তৈরি করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পাশাপাশি, কৃষক, যুবক, দেশের মহিলাদের অগ্রগতিতেও জোর দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী।

বাজেটে ঠিক কী কী গুরুত্বপূর্ণ কথা ঘোষণা করা হল, একনজরে জেনে নিন...

* ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আয়কর কাঠামোয় কোনও বদল করা হল না। অর্থাৎ, আয়কর কাঠামো অপরির্তিত থাকছে। 

* মহিলাদের প্রকল্প 'লাখপতি দিদি'তে জোর দেওয়া হয়েছে। এই প্রকল্পে ২ কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যমাত্রা ছিল। এই লক্ষ্যমাত্রা আগামী দিনে বাড়িয়ে ৩ কোটি করা হচ্ছে।

 * দেশে অনেক নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। * ধর্মীয় পর্যটনে জোর দেওয়া হবে। 

Advertisement

* রেলের ৪০ হাজার সাধারণ কামরা বন্দে ভারত এক্সপ্রেসের মতো করা হবে। মেট্রোরেলের উন্নয়ন করা হবে।

 * প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ২ কোটি বাড়ি দেওয়া হবে। 

* প্রধানমন্ত্রী কৃষি যোজনায় ১০ লক্ষ কর্মসংস্থার তৈরি হয়েছে।

 * আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের চিকিৎসায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হল।

 * সার্ভিকাল ক্যানসারের টিকা দেওয়া হবে ৯ থেকে ১৪ বছরের মেয়েদের। 

* ১ কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানো হবে। প্রতি মাসে ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।


 

POST A COMMENT
Advertisement