Repo Rate Cut: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র মনিটারি পলিসি কমিটি (MPC) শুক্রবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এর ফলে নতুন রেপো রেট দাঁড়াচ্ছে ৬.২৫%। নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে এটিই প্রথম নীতিগত বৈঠক ছিল। আর তাতেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০২০ সালের পর এই প্রথমবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নিল RBI। সম্প্রতি কেন্দ্রীয় বাজেটের পর থেকেই সকলের নজর ছিল রিজার্ভ ব্যাঙ্কের এই বৈঠকের দিকে। একাধিক বিশেষজ্ঞরা সেই সময়েই জানিয়েছিলেন যে, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাতে পারে। bangla.aajtak.in-এর প্রতিবেদনেও সেই বিষয়ে উল্লেখ করা হয়েছিল। শেষ পর্যন্ত সেই প্রত্যাশাই পূরণ হল। দীর্ঘ ৫ বছর পর রেপো রেট হ্রাসের সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
#WATCH | Mumbai | RBI Governor Sanjay Malhotra sharing New Monetary Policy
— ANI (@ANI) February 7, 2025
(Source - RBI) pic.twitter.com/55Sikr5IFX
RBI বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে স্বল্পমেয়াদী ঋণ দেয়, তাকেই রেপো রেট বলে। সহজ ভাষায়, বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যখন কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI থেকে টাকা ধার নেয়, তখন যে হারে সুদ দিতে হয়, সেটাই রেপো রেট।
RBI-এর রেপো রেট কমানোর সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের ঋণে সুদের হার কমতে পারে। ফলে ব্যাঙ্কগুলির পাশাপাশি এটি দেশের সাধারণ মানুষের জন্য সুখবর বলা যেতে পারে।