scorecardresearch
 

Reliance Boots Deal: এবার ইংরেজদের দেশেও রিলায়েন্স! অম্বানি হাঁকলেন ৪৮ হাজার কোটি

খবর অনুযায়ী, সংস্থাটি কেনার জন্য ৫ বিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ৪৮,১২৩ কোটি টাকা অফার করেছে মুকেশ অম্বানির রিলায়েন্স। যদিও রিলায়েন্সের জন্য কেনার প্রক্রিয়া সহজ হয়নি।

Advertisement
মুকেশ অম্বানি। মুকেশ অম্বানি।
হাইলাইটস
  • সংস্থাটি কেনার জন্য ৫ বিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ৪৮,১২৩ কোটি টাকা অফার করেছে মুকেশ অম্বানির রিলায়েন্স।
  • যদিও রিলায়েন্সের জন্য এই চুক্তিটি এত সহজ ছিল না।

ভারতের রিটেল বাজারে নিজের জায়গা পোক্ত করতে চেষ্টার কসুর করছেন না মুকেশ অম্বানি। এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকের নজর ব্রিটেনের একটি সংস্থার দিকে। দীর্ঘদিন ধরেই ওয়ালগ্রিনস (Wallgreens) নামে ওষুধ সংস্থার রিটেল ব্র্যান্ড বুটস কেনার চেষ্টা করছেন অম্বানি। সংবাদ সংস্থা ব্লুমবার্গের দাবি, সংস্থা কেনার জন্য অফার দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং বায়আউট সংস্থা অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট ইনক। কথা পাকা হয়ে এসেছে প্রায়। চুক্তি সম্পন্ন হলে এটাই হবে রিলায়েন্সের এখনও পর্যন্ত সবচেয়ে বড় বিদেশি চুক্তি। বিশ্বের বৃহত্তম খুচরো ওষুধ বিক্রেতা সংস্থাগুলির মধ্যে অন্যতম বুটস। 

খবর অনুযায়ী, সংস্থাটি কেনার জন্য ৫ বিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ৪৮,১২৩ কোটি টাকা অফার করেছে মুকেশ অম্বানির রিলায়েন্স। যদিও রিলায়েন্সের জন্য কেনার প্রক্রিয়া সহজ হয়নি। মুকেশ অম্বানি গুজরাটের বাসিন্দা। এই চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ব্রিটিশ-গুজরাটি ভাইদের সংস্থা ইসা ব্রাদার্স। ঘটনা হল, বুটস-এর জন্য প্রথম রাউন্ডে সর্বাধিক দর হেঁকেছিল তারাই। মহসিন ইসা এবং জুবের ইসা আদতে গুজরাটের ভারুচের বাসিন্দা। ইউরো গ্যারেজ কোম্পানির মাধ্যমে এই চুক্তির জন্য দর দিয়েছিলেন তাঁরা। এটি ইউরোপের বৃহত্তম পেট্রোল পাম্প সংস্থাগুলির মধ্যে অন্যতম। পাশাপাশি এই ভাইদের রয়েছে ব্রিটিশ সুপার মার্কেট সংস্থা আসদা (Asda) এবং রেস্টুরেন্ট সংস্থা লিওঁ (Leon)। দুই ভাই TDR ক্যাপিটালের সঙ্গে বুটস অধিগ্রহণের জন্য দর দিয়েছিলেন। তবে তাঁরা আর কেনার দৌড়ে নেই। দুই ভাইয়ের মতে, অত্যাধিক দাম হাঁকছে ওয়ালগ্রিনস। তার উপরে ব্রিটেনে প্রচুর ঋণ করে ফেলেছেন তাঁরা। নতুন করে ধার নেওয়া কঠিন হয়ে পড়েছে। 

এখন শুধুমাত্র রিলায়েন্সই 

এর আগে Walgreens বুটস বিক্রির জন্য ৭ বিলিয়ন পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭,৩৭২ কোটি টাকা দাম ঠিক করেছিল। ইসা ব্রাদার্সের নাম প্রত্যাহারের ফলে রিলায়েন্স এবং অ্যাপোলোর কনসোর্টিয়াম অফার নেওয়া ছাড়া উপায় নেই। বলে রাখি, বুটসের ২,২০০ টিরও বেশি স্টোর রয়েছে ব্রিটেনে। 'নম্বর সেভেন বিউটি'র মতো ব্র্যান্ডও রয়েছে সংস্থার। ইউরোপের অন্যান্য দেশেও ব্যবসা করে।

Advertisement

প্রসঙ্গত, বুটস রিলায়েন্সের প্রথম বিদেশি চুক্তি নয়। চলতি বছরের মার্চে সহযোগী সংস্থা রিলায়েন্স নিউ এনার্জির মাধ্যমে মার্কিন লিথিয়াম ওয়ার্কস অধিগ্রহণ করেছেন মুকেশ অম্বানি।

আরও পড়ুন- ১.৫ লক্ষ কোটি জলে, LIC-র বিনিয়োগকারীদের আশার কথা শোনাল সরকার

Advertisement