scorecardresearch
 

Ambani-Adani: এই কোম্পানির জন্য আদানির চেয়েও বেশি দর হাঁকলেন আম্বানি, আসরে কেন্দ্রও

 মুকেশ আম্বানি ও গৌতম আদানির লড়াই চলছে। ইদানীং দুই গুজরাতি শিল্পপতিই ব্যবসা সম্প্রসারণ করছেন। ল্যাংকো অমরকণ্ঠক পাওয়ারের উপরে ১৭টি ব্যাঙ্কের ১৪,৬৩২ কোটি টাকার দেনা রয়েছে।  ছত্তিশগড়ের কোরবা-চাম্পা রাজ্য সড়কের পাশে তাপবিদ্যুৎ প্রকল্প চালায় তারা। 

Advertisement
মুকেশ অম্বানি ও গৌতম আদানি। মুকেশ অম্বানি ও গৌতম আদানি।
হাইলাইটস
  • আদানি বনাম আম্বানির লড়াই।
  • ল্যাংকো অমরকণ্টক পাওয়ার কেনার জন্য দর হাঁকলেন দুই শিল্পপতি।

আরও একবার দুই প্রবীণ শিল্পপতি মুকেশ আম্বানি এবং গৌতম আদানি মুখোমুখি। ঋণে জর্জরিত ল্যাংকো অমরকণ্টক পাওয়ার (Lanco Amarkantak Power) কেনার জন্য মরিয়া হয়ে উঠেছেন তাঁরা। সরকারি সংস্থা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন (পিএফসি) আরইসি লিমিটেডের সঙ্গে এই সংস্থাটি কেনার জন্য দর দিয়েছে। এই বিদ্যুৎ প্রকল্প কেনার ক্ষেত্রে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন অনুযায়ী,রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ল্যাংকো অমরকন্টক পাওয়ার কেনার জন্য ১,৯৬০ কোটি টাকা নগদ অগ্রিম দেওয়ার প্রস্তাব দিয়েছে৷ এই সংস্থা রিলায়েন্স কিনে নিলে প্রথমবার কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবসা শুরু করবেন আম্বানিরা। অমরকন্টক পাওয়ার একটি কয়লার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। অমরকণ্টক পাওয়ারের ঋণদাতারা  প্রস্তাব গ্রহণ করলে IBC বিধির অধীনে এই গোষ্ঠীর তৃতীয় বড় লেনদেন হবে রিলায়েন্সের। এর আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অধীনে রিলায়েন্স ইনফ্রাটেল এবং টেক্সটাইল কোম্পানি অলোক ইন্ডাস্ট্রিজকে কিনেছে। 

ল্যাংকো অমরকন্টক পাওয়ার কেনার জন্য মুকেশ আম্বানি ও গৌতম আদানির লড়াই চলছে। ইদানীং দুই গুজরাতি শিল্পপতিই ব্যবসা সম্প্রসারণ করছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,আদানি গোষ্ঠীর সংস্থা আদানি পাওয়ার ল্যাংকো অমরকন্টক পাওয়ার কেনার জন্য ১,৮০০ কোটি টাকার দর দিয়েছে৷ তা বন্ডের আকারে  ৮ শতাংশ সুদের হারে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করা হবে। পাওয়ার ফাইন্যান্স-আরইসি কনসোর্টিয়াম ৩,৪০০ কোটি টাকার অফার দিয়েছে। ওই টাকা ২০ বছরের মধ্যে পরিশোধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

ল্যাংকো অমরকণ্ঠক পাওয়ারের উপরে ১৭টি ব্যাঙ্কের ১৪,৬৩২ কোটি টাকার দেনা রয়েছে।  ছত্তিশগড়ের কোরবা-চাম্পা রাজ্য সড়কের পাশে তাপবিদ্যুৎ প্রকল্প চালায় তারা। 

সম্প্রতি আদানি পাওয়ার (আদানি পাওয়ার) ঋণে জর্জরিত ডিবি পাওয়ার লিমিটেড (ডিবি পাওয়ার) কেনার কথা ঘোষণা করেছে। ডিবি পাওয়ার ছত্তিশগড়ের জাঞ্জগির চম্পা জেলায় একটি  ৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মালিক।

Advertisement

গৌতম আদানি এবং মুকেশ আম্বানি এর আগে টেলিকম এবং বায়োগ্যাস সেক্টরে একে অপরের মুখোমুখি হয়েছেন। এখন বিদ্যুৎক্ষেত্রেও প্রতিযোগিতায় তারা। ২০২২ সাল আদানির জন্য দুর্দান্ত বছর হয়েছে। এ বছর আদানির সম্পদ যে গতিতে বেড়েছে, অন্য কোনও ধনকুবের ধারে-কাছেও নেই। চলতি বছর তাঁর মোট সম্পদ  ৬০ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। যা বাকিদের চেয়ে ৫ গুণ বেশি। 

আরও পড়ুন- কোলেস্টেরল বাড়ার ৩ লক্ষণ দেখা দেয় হাতে, এই তিন পানীয় খেয়ে কমান

Advertisement