তদন্ত বহু বছর আগে শুরু হয়েছে। কিন্তু, চিটফাণ্ড-কাণ্ডে প্রতারিতদের কপাল খোলেনি। আরজি কর নিয়ে গোটা রাজ্য যখন উত্তাল ঠিক সেই সময়েই রোজভ্যালির আমানতকারীদের জন্য এল সুখবর। শোনা গেল, সঞ্চয়ের টাকা ফেরত পাবেন তাঁরা। রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করে ১৯.৪০ কোটি টাকা পেয়েছে ইডি। সেই টাকা তুলে দেওয়া হয়েছে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া সংক্রান্ত কমিটির হাতে।
রোজভ্যালি টাকা রেখে অনেকেই ফেরত পাননি। তাঁরা চেয়েছিলেন, সংস্থার সম্পত্তি বিক্রি করে সেই টাকা ফেরত দেওয়া হোক। আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি দেখে অ্যাসেট ডিসপোজাল কমিটি। সেই কমিটির কাছেই টাকা পাঠিয়েছে ইডি। রোজভ্যালির সম্পত্তি বাজেয়াপ্ত করে এসেছে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা। ম্যাঙ্গো লেনে গিয়ে কমিটির কর্তাদের সঙ্গে বৈঠকও সেরেছেন ইডির স্পেশ্যাল ডিরেক্টর, যুগ্ম ডিরেক্টর পদমর্যাদার কর্তারা।
কীভাবে টাকা ফেরত পাবেন আমানতকারীরা?
আমানতকারীরা টাকা কীভাবে ফেরত পাবেন সেটাই বড় প্রশ্ন। কমিটির নির্দেশিকায় একটি ওয়েবসাইটে যোগাযোগ করার কথা বলা হয়েছে। ওই ওয়েবসাইটটি হল www.rosevalleyadc.com। এখানে গিয়ে আবেদন করতে পারবেন। সেই হিসেবে টাকা বণ্টন হবে।
বলে রাখি, ২০১৫ সালে একটি মামলার প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেটের নেতৃত্বে একটি অ্যাসেটস ডিসপোজাল কমিটি গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এ বছরের শুরুতেই আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। ওই চিটফান্ড সংস্থার আমানতকারীদের টাকা ফেরাতে একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। এর মাধ্যমেই আমানতকারীরা টাকা ফেরত পাবেন। রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রাখা হয়।