সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা শুরু করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কোভিড ১৯ অতিমারির প্রাদুর্ভাবের সময় এই পরিষেবা প্রাথমিকভাবে শুরু হয়েছিল। প্রবীণ নাগরিক,বিশেষ শারীরিক সক্ষম, গুরুতর অসুস্থ ব্যক্তিরা এই পরিষেবা পাবেন। তবে কেওয়াইসি করানো থাকতে হবে তাঁদের। হোম ব্রাঞ্চের পাঁচ কিলোমিটারের মধ্যে বাড়ি থাকলেই পরিষেবা মিলবে।
দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI টুইট করে জানিয়েছে,বিশেষভাবে সক্ষম গ্রাহকরা বিনামূল্যে তিনবার ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারেন। এই পরিষেবার পোশাকি নাম 'আপনার দরজায় এসবিআই!' বিশেষভাবে শারীরিক সক্ষম গ্রাহকদের বিনামূল্যে এক মাসে তিনবার 'ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা' দেবে SBI। একটি ভিডিও টুইট করে পরিষেবার বিস্তারিত তথ্য দিয়েছে ব্যাঙ্ক।
SBI at your doorstep!!! For differently abled customers, SBI is here to help with free “Door Step Banking Services” 3 times in a month. Know more - https://t.co/m4Od9LofF6#SBI #DoorstepBanking #AmritMahotsav pic.twitter.com/tgDFwNlBnb
— State Bank of India (@TheOfficialSBI) August 15, 2022
যেভাবে অ্যাপের মাধ্যমে পাবেন পরিষেবা-
- SBI YONO অ্যাপ খুলুন।
- সার্ভিস রিকোয়েস্ট মেনুতে যান।
- ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবা বেছে নিন৷
- চেক বা নগদ গ্রহণ বা অন্য কোনও পরিষেবা বেছে নিন।
এসবিআই ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার জন্য কীভাবে রেজিস্ট্রেশন (How to register for SBI doorstep banking service)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা টোল ফ্রি নম্বরগুলিতে কল করে ডোর স্টেপ ব্যাঙ্কিং পরিষেবার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। দু'টি টোল ফ্রি নম্বর হল- 8001037188 এবং 18001213721।
দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবায় যা পাবেন গ্রাহকরা-
নগদ জমা
নগদ তোলা
চেক জমা
চেক স্লিপ চেয়ে পাঠানো
ফর্ম 15H।
ড্রাফ্ট ডেলিভারি।
টার্ম ডিপোজিট অ্যাডভাইস ডেলিভারি।
লাইফ সার্টিফিকেট।
কেওয়াইসি ডকুমেন্ট।
হোম ব্রাঞ্চ রেজিস্ট্রেশন।
আরও পড়ুন- ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওয় কী কী শেয়ার?