সুরাপ্রেমীদের পোয়াবারো, এবার জলের দরে ব্রিটিশ Scotch whisky!

ভারতের জনপ্রিয় ওয়াইনগুলির মধ্যে অন্যতম স্কচ হুইস্কি। এই সুরা তৈরি হয় স্কটল্যান্ডে। নানা ধরনের স্কচ হুইস্কি রয়েছে। এর মধ্যে আছে সিঙ্গেল মল্ট স্কচ, সিঙ্গেল গ্রেইন স্কচ, ব্লেন্ডেড স্কচ, ব্লেন্ডেড গ্রেইন এবং ব্লেন্ডেড মল্ট ইত্যাদি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হয়।

Advertisement
সুরাপ্রেমীদের পোয়াবারো, এবার জলের দরে ব্রিটিশ Scotch whisky! স্কচ হুইস্কির দাম কত কমবে?
হাইলাইটস
  • ভারতের জনপ্রিয় ওয়াইনগুলির মধ্যে অন্যতম স্কচ হুইস্কি।
  • গ্রেট ব্রিটেনের স্কটল্যান্ড তৈরি হয়।

ভারত এবং ব্রিটেনের স্বাক্ষরিত হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। এর ফলে ভারত থেকে ব্রিটেনে রফতানিকৃত পণ্যের উপর কমবে শুল্ক। একইভাবে ব্রিটেনের পণ্যও ভারতে আমদানি করা হলে শুল্ক কমবে অথবা '০'  হবে। ব্রিটেন থেকে ভারতে আমদানিকৃত একাধিক পণ্য এবার সস্তায় মিলবে। এর মধ্যে পোশাক, জুতো, চামড়ার জিনিসপত্র থেকে স্কচ এবং হুইস্কিও রয়েছে। 

ভারতের জনপ্রিয় ওয়াইনগুলির মধ্যে অন্যতম স্কচ হুইস্কি। এই সুরা তৈরি হয় স্কটল্যান্ডে। নানা ধরনের স্কচ হুইস্কি রয়েছে। এর মধ্যে আছে সিঙ্গেল মল্ট স্কচ, সিঙ্গেল গ্রেইন স্কচ, ব্লেন্ডেড স্কচ, ব্লেন্ডেড গ্রেইন এবং ব্লেন্ডেড মল্ট ইত্যাদি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হয়।

ভারতের বড় বাজারে ব্রিটিশ হুইস্কি  

এই চুক্তির পর ব্রিটেনের স্কচ হুইস্কি সংস্থাগুলির পোয়াবারো! কারণ, বিশ্বের বৃহত্তম হুইস্কিপ্রেমীদের বাজার ভারত। তবে স্কচ হুইস্কি জনপ্রিয়তা ততটা নেই। মুক্ত বাণিজ্য চুক্তির হওয়ার পরে দাম কমবে। ফলে বিক্রি বাড়ার সম্ভাবনা। ২০২৪ সালে ভারতে হুইস্কির বাজার ৩০ বিলিয়ন ডলার। এর মধ্যে স্কচ বিকিয়েছে মাত্র ২ থেকে ৩ শতাংশ। এবার তা বেড়ে ৫ থেকে ৭ শতাংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রিমিয়াম শ্রেণিতে ডিয়াজিও (জনি ওয়াকার, ট্যালিসকার) এবং পের্নড রিকার্ড (শিভাস রিগাল)-এর মতো ব্রিটিশ সংস্থাগুলির বিক্রিবাটা বাড়তে পারে ভারতে। 

ভারতে সস্তা কোন কোন ব্রিটিশ ওয়াইন?
ভারতে সস্তা কোন কোন ব্রিটিশ ওয়াইন?

স্কচ হুইস্কি কতটা সস্তা হবে? 

ভারত বর্তমানে ব্রিটেন থেকে আমদানিকৃত স্কচ হুইস্কির উপর ১৫০% শুল্ক দিতে হয়। FTA-এর পর তা কমে হবে ৭৫ শতাংশ। আগামী ১০ বছরে আরও কমে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা। অনুমান, শুল্ক হার ৩০ থেকে ৫০% কমতে পারে। উদাহরণ- বর্তমানে, জনি ওয়াকার ব্ল্যাক লেবেলের ৭৫০ মিলি বোতল ভারতে প্রায় ৪,০০০-৫,০০০ টাকায় বিক্রি হয়। যা নেমে আসতে পারে ২৫০০ থেকে ৩,০০০ টাকায়। 

স্কচ হুইস্কির দাম কতটা কমতে পারে?
স্কচ হুইস্কির দাম কতটা কমতে পারে?

কোন কোন পণ্য সস্তা হবে? 

FTA-এর কারণে ইলেকট্রনিক্স, পোশাক, সামুদ্রিক পণ্য, ইস্পাত, ধাতু এবং গয়না-সহ একাধিক জিনিস সস্তা হতে পারে বলে মনে করা হচ্ছে। কৃষি পণ্য, গাড়ি এবং বাইকের মতো অটো এবং ইস্পাত পণ্য ব্যয়বহুল হতে পারে। হুইস্কির দামও কমতে পারে। 

Advertisement

সবচেয়ে বেশি লাভবান 

মুক্ত বাণিজ্য চুক্তির ফলে বেশি লাভবান হবে ভারত। ভারতের বেশিরভাগ পণ্যের উপরেই কোনও শুল্ক লাগবে না। ভারতের রফতানিকৃত ৯৯ শতাংশ পণ্যের উপরে সে দেশে শুল্ক হবে শূন্য। ব্রিটেনের ৯০ শতাংশ পণ্যে কমবে শুল্ক। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য ৩৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। ২০২২-২৩ সালের হিসেব বলছে, ভারত ও ব্রিটেনের মধ্যে বার্ষিক বাণিজ্য ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলার। এফটিএ-র পরে ২০৩০ সালের মধ্যে এই বাণিজ্য ১২০ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। 
 

POST A COMMENT
Advertisement