Best Investment Stock: তুরীয় গতি এই আঠা কোম্পানির স্টকে, কিনলে ৩৫% রিটার্নের পূর্বাভাস

বৃহস্পতিবার তৃতীয় ত্রৈমাসিকের ফল আসার পর এই সংস্থার শেয়ারের দাম ৯ শতাংশ বেড়ে ২,৯৯৬ টাকায় দাঁড়িয়েছে। সংস্থার  মোট বাজার মূলধন ১.৫১ লক্ষ কোটি টাকা। দিনের শেষে খানিকটা কমে ৫.৩৯ শতাংশ বৃদ্ধি ধরে রেখেছিল সংস্থা। 

Advertisement
তুরীয় গতি এই আঠা কোম্পানির স্টকে, কিনলে ৩৫% রিটার্নের পূর্বাভাস    শেয়ার বাজারের খবর
হাইলাইটস
  • ফেভিকল উৎপাদন করে পিডিলাইট।
  • গত ত্রৈমাসিকে দারুণ ফল করেছে এই সংস্থা।

আঠা উৎপাদন কোম্পানির শেয়ারই মালামাল করছে বিনিয়োগকারীদের। ডিসেম্বর ত্রৈমাসিকের ফলপ্রকাশের পর সংস্থার শেয়ার দর আরও বেড়েছে। ইতিমধ্যেই বেড়ে থাকার শেয়ার কি আরও বাড়বে? ভরসা জোগাচ্ছেন শেয়ার বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এখনও বাড়বে এই শেয়ার। কতটা বাড়তে পারে? এই স্টক আরও ৩৫ শতাংশ দৌড়তে পারে বলে জানাচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা।  

ফেভিকল উৎপাদন করে পিডিলাইট। কথা হচ্ছে এই সংস্থার শেয়ার নিয়েই। গত ত্রৈমাসিকে সংস্থার লাভের হিসেব বেশ চমকপ্রদ। আর সেটাই অনুঘটকের কাজ করেছে সংস্থার শেয়ারের উত্থানে। ৯ শতাংশ বেড়েছে দর। আরও ৩৫ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। কেন তাঁরা এমনটা মনে করছেন সেটা জেনে নিন, তাহলে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সুবিধে হবে।

২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে ৫৫৭ কোটি টাকা নিট মুনাফা করেছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। যা গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ৯ শতাংশ বেশি। তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার আয় দাঁড়িয়েছে ৩,৩৬৮.৯১ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। বার্ষিক হিসেবে দেখলে মোট মার্জিন ১০০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে EBITDA মার্জিন চলে এসেছে ২৫.১ শতাংশে। গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় মোট বিক্রিবাটা ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩,৩৫৭ কোটি।

কতটা বাড়বে এই শেয়ার?

বৃহস্পতিবার তৃতীয় ত্রৈমাসিকের ফল আসার পর পিডিলাইট ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৯ শতাংশ বেড়ে ২,৯৯৬ টাকায় দাঁড়িয়েছে। সংস্থার  মোট বাজার মূলধন ১.৫১ লক্ষ কোটি টাকা। দিনের শেষে খানিকটা কমে ৫.৩৯ শতাংশ বৃদ্ধি ধরে রেখেছিল সংস্থা। 

চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাাসিকে পিডিলাইটের আয় এবং ইবিআইটিডিএ (EBITDA)  আগের আয়ের পরিসংখ্যান উৎসাহিত করেছে বিনিয়োগকারীদের। গত বছরের তুলনায় মার্জিন ১৪৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। EBITDA মার্জিন বছরের পর বছর স্থিতিশীল। ত্রৈমাসিকে উৎপাদন খরচও একই প্রায়। ফলে স্টকে এখনও বিনিয়োগ করতে পারেন। 'Buy' রেটিং দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্টক পৌঁছতে পারে ৩,৭৩৫ টাকায়। যা বর্তমান দরের চেয়ে ৩৫ শতাংশেরও বেশি। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement