State Govt Employees Bonus: রাজ্য সরকারি কর্মীদের বোনাস-অ্যাডভান্স বৃদ্ধির ঘোষণা, বড় সিদ্ধান্ত মমতা সরকারের

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। ডিএ আন্দোলনের মধ্য়েই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ডিএ আন্দোলনের মধ্যেই এই ঘোষণা করল সরকার।

Advertisement
রাজ্য সরকারি কর্মীদের বোনাস-অ্যাডভান্স বৃদ্ধির ঘোষণা, বড় সিদ্ধান্ত মমতা সরকারের প্রতীকী ছবি
হাইলাইটস
  • রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর
  • ডিএ আন্দোলনের মধ্য়েই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার


রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। ডিএ আন্দোলনের মধ্য়েই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ডিএ আন্দোলনের মধ্যেই এই ঘোষণা করল সরকার। 

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া জানান, চলতি বছরে সরকারি কর্মচারীদের অ্যাডহক বোনাস বাড়ানো হবে৷ এছাড়াও বাড়বে ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণও৷ 

এর আগে অ্যাডহক বোনাস ছিল ৪৮০০ টাকা। তা বাড়িয়ে করা হয়েছে ৫৩০০ টাকা। আার ফেস্টিভ্যাল অ্যাডভান্সও বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আগে ছিল ১৪ হাজার টাকা। এবার থেকে তা ১৬ হাজার করা হয়েছে সরকারের তরফে। এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য এক্সগ্র্যাশিয়ার অঙ্ক আগে ছিল ২ হাজার ৭০০ টাকা, এবার তা বাড়িয়ে ২ হাজার ৯০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন : তান্ত্রিকের কথায় শিশু খুন, মৃতদেহের পাশেই রান্না অলোকের; তিলজলাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত, ডিএ আন্দোলন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শহিদ মিনার চত্বরে আন্দোলন করছেন সরকারি কর্মী-শিক্ষকরা। ডিএ পাওয়ার দাবিতে, অনশনও করেছেন তাঁরা। তারপরও বকেয়া নিয়ে সরকারের তরফে আন্দোলনকারীদের সঙ্গে কোনও বৈঠক করা হয়নি। এরই মধ্যে এই অ্যাডহক বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। 

উল্লেখ্য, ডিএ পাওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন ডিএ আন্দোলনকারীদের। ইতিমধ্যেই সেই চিঠি মেইল মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও AICPI অনুযায়ী ডিএ দেওয়া হচ্ছে না। এতে সরকারি কর্মীরা ক্ষুব্ধ। এতদিন আন্দোলন-অনশনের পরও আন্দোলনকারীদের সঙ্গে সরকারের তরফে আলোচনায় বসা হয়নি। কেন সমস্যা সমাধানে রাজ্য সরকার এগিয়ে আসছে না, সেই প্রশ্নও তোলেন আন্দোলনকারীরা। 

 

POST A COMMENT
Advertisement