State Wise DA List: বাংলার DA তো জানেন, বিহার-ওড়িশার কত? রইল প্রতিবেশীদের হকিকত

State Wise Dearness Allowance List: পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ত্রিপুরা ও অসমে ৩ থেকে ১২ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা (DA) বেড়েছে। ইদানীংকালে সবচেয়ে বেশি ডিএ বেড়েছে ত্রিপুরায়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ ও তার প্রতিবেশি ৬ রাজ্যের কোথায় রাজ্য সরকারি কর্মীরা কত ডিএ পাচ্ছেন...

Advertisement
বাংলার DA তো জানেন, বিহার-ওড়িশার কত? রইল প্রতিবেশীদের হকিকতপশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ত্রিপুরা ও অসমে ৩ থেকে ১২ শতাংশ পর্যন্ত মহার্ঘ্য ভাতা (DA) বেড়েছে।
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ত্রিপুরা ও অসমে ৩ থেকে ১২ শতাংশ পর্যন্ত মহার্ঘ্য ভাতা (DA) বেড়েছে।
  • ইদানীংকালে সবচেয়ে বেশি ডিএ বেড়েছে ত্রিপুরায়।
  • পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ত্রিপুরা ও অসমে ৩ থেকে ১২ শতাংশ পর্যন্ত মহার্ঘ্য ভাতা (DA) বেড়েছে।

State Wise Dearness Allowance List: রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মার্চ থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হয়েছে। আগেও ৩ শতাংশ হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীদের। সব মিলিয়ে মোট ৬ শতাংশ ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। যদিও বাংলার রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি, AICPI অনুযায়ী মহার্ঘ ভাতা (DA) দিতে হবে সরকারি কর্মীদের।

এখন কেন্দ্র সরকারি কর্মচারিরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। আর রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনে রাজ্য সরকারি কর্মীরা এখন মোট ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। অর্থাৎ, কেন্দ্র সরকারি কর্মচারিদের তুলনায় বাংলার রাজ্য সরকারি কর্মীরা এখনও ৩২ শতাংশ মহার্ঘ ভাতা (DA) কম পাচ্ছেন। এদিকে AICPI অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ দেওয়ার দাবিতে আন্দোলন করছে বাংলার সংগ্রামী যৌথ মঞ্চ।

আরও পড়ুন: ''ডিএ দেবে না এমন কারও ক্ষমতা নেই", এবার সরকারি কর্মীদের পাশে কৌস্তভ

এদিকে AICPI অনুযায়ী, এ মাসেই ফের ৪ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা হলে এ রাজ্যের কর্মীদের সঙ্গে কেন্দ্র সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতার (DA) ফারাক হবে ৩৬ শতাংশ। গত কয়েক মাসে পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্যগুলিতেও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বেড়েছে।

পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ত্রিপুরা ও অসমে ৩ থেকে ১২ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা (DA) বেড়েছে। ইদানীংকালে সবচেয়ে বেশি ডিএ বেড়েছে ত্রিপুরায়। ত্রিপুরায় সম্প্রতি ১২ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ ও তার প্রতিবেশি ৬ রাজ্যের কোথায় রাজ্য সরকারি কর্মীরা কত ডিএ পাচ্ছেন...

Advertisement

DA

পশ্চিমবঙ্গ ও তার ৬ প্রতিবেশি রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্ত মহার্ঘ ভাতা:
•    
বিহারে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) ৩১ শতাংশ থেকে ৩ শতাংশ বেড়ে ৩৪ শতাংশ হয়েছে।
•    ওড়িশায় রাজ্য সরকারি কর্মীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। সম্প্রতি এ রাজ্যে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।
•    ত্রিপুরায় রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) ৮ শতাংশ থেকে ১২ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।
•    অসমে রাজ্য সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। সম্প্রতি এ রাজ্যে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।
•    ঝাড়খণ্ডে রাজ্য সরকারি কর্মীরা এখন ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। এ রাজ্যে সম্প্রতি ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।
•    ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মীরা এখন ৩৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। সম্প্রতি এ রাজ্যে ৫ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে।
•    পশ্চিমবঙ্গে মার্চ থেকে মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির ফলে বাংলার রাজ্য সরকারি কর্মীরা এখন ৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

উল্লেখিত পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, পশ্চিমবঙ্গ সহ এই ৭ রাজ্যের মধ্যে বাংলার রাজ্য সরকারি কর্মীরাই এখন সবচেয়ে কম মহার্ঘ ভাতা (DA) পাচ্ছেন। মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি জমা দিয়েছে রাজ্য সরকার, যার শুনানি হবে ১৫ মার্চ। সেই দিনই এই মামলায় চূড়ান্ত রায় দেবে দেশের সর্বোচ্চ আদালত। ওই রায়ের অপেক্ষায় এখন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী।

POST A COMMENT
Advertisement