সোনা কিনতে চান বা তাতে বিনিয়োগ করতে চান? তাহলে এই খবরটি আপনার জন্য। চলতি মাসেই সোভারেন গোল্ড বন্ডের তৃতীয় কিস্তি আসছে। আর এই বন্ডের মাধ্যমে বাজার মূল্যের চেয়ে কম দামেই সোনা কেনা যায়। তাও আবার সরাসরি সরকারের কাছ থেকে। এই বন্ডের মাধ্যমে ৫ দিনের জন্য অনেকটাই কম দামে সোনায় বিনিয়োগ করার সুযোগ পাবেন।
১৮ ডিসেম্বর থেকে বন্ড বিক্রি শুরু
চলতি মাসের ১৮ ডিসেম্বরে ২০২৩-২৪ অর্থবর্ষের সোভারেন গোল্ড বন্ড (SGB স্কিম)-এর তৃতীয় কিস্তি আসবে। মোট ৫ দিন অর্থাৎ, ২২ ডিসেম্বর পর্যন্ত বন্ড কেনা করা যাবে। এর আগে, চলতি বছরের ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত প্রথম কিস্তি বিক্রি হয়েছিল। তারপর ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় কিস্তি বিক্রি হয়েছিল।
এরপর ফের আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বন্ড বিক্রি হবে। ১২ থেকে ১৬ ফেব্রুয়ারির তারিখ প্রাথমিকভাবে স্থির করা হয়েছে।
সোনার দাম এখনও ঠিক করা হয়নি
সোভারেন গোল্ড বন্ড স্কিমের দাম এখনও স্থির করা হয়নি। এর আগে, সরকার সেপ্টেম্বর মাসে গ্রাম প্রতি ৫,৯২৩ টাকা দরে সোনা বিক্রি করেছিল।
গোল্ড বন্ড কী?
সহজ ভাষায়, গোল্ড বন্ড কাগজী সোনা বা ডিজিটাল সোনা। এতে একটি শংসাপত্র দেওয়া হয়। তাতে কী হারে, কত পরিমাণ সোনা কিনছেন তা লেখা থাকে। এই ডিজিটাল সোনায় রিটার্নের সম্ভাবনাও বেশি।
সোভারিন গোল্ড বন্ডের (এসজিবি) প্রথম ধাপে ১২.৯% বার্ষিক রিটার্ন মিলেছে। এর মধ্যে বার্ষিক ২.৭৫% (বর্তমানে ২.৫ শতাংশ) হারে নিশ্চিত সুদও ধরা রয়েছে। ২০১৫ সালে এই স্কিমের অধীনে, প্রতি গ্রাম ২,৬৮৪ টাকা দরে সোনায় বিনিয়োগের অপশন ছিল। এদিকে মেয়াদ পূর্তির পর সেই এক গ্রামেরই দাম দাঁড়িয়েছে ৬,১৩২ টাকা। RBI-এর তথ্যানুসারে, প্রথমবারে এই স্কিমে মোট ২৪৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল।
SGB-তে করছাড়ের সুবিধাও পাওয়া যায়
২.৭৫% রিটার্ন ছাড়াও এই স্কিমে করছাড়ের সুবিধাও পাবেন। যদি কেউ এই স্কিমে অনলাইনে বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে তিনি প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় পাবেন। সবচেয়ে বড় সুবিধাটি হল, ৫ বছর অপেক্ষা করতে হবে না। যেকোনও সময়েই সোভারিন গোল্ড বন্ড বিক্রি করে দিতে পারবেন। ট্যাক্স স্ল্যাবের ভিত্তিতে তিন বছরের মধ্যে বিক্রি করলে, STCG প্রযোজ্য হবে। তিন বছর, কিন্তু আট বছরের মধ্যেই যদি বিক্রি করেন, তাহলে ২০% দীর্ঘমেয়াদি রিটার্ন পাবেন।