Rules Change From 1 August: UPI, ক্রেডিট কার্ড থেকে রান্নার গ্যাস, অগাস্টে যা যা নিয়ম বদলাচ্ছে

ক্রেডিট কার্ড, এলপিজির দামের নিয়মে পরিবর্তন দেখা হতে চলেছে। অন্যদিকে ইউপিআই সম্পর্কিতও একাধিক বদল ঘটছে অগাস্ট থেকে। অগাস্টের পরিবর্তন আপনার পকেটের টাকা খসাতে পারে।

Advertisement
UPI, ক্রেডিট কার্ড থেকে রান্নার গ্যাস, অগাস্টে যা যা নিয়ম বদলাচ্ছে অগাস্টে নিয়ম বদল
হাইলাইটস
  • অগাস্টে একাধিক নিয়ম।
  • এই সব নিয়ম প্রভাব ফেলবে আপনার জীবনে।

প্রতি মাসের মতো একাধিক আর্থিক নিয়মে বদল আসতে চলেছে অগাস্টেও। প্রভাব ফেলবে সাধারণ মানুষের রোজনামচায়। ক্রেডিট কার্ড, এলপিজির দামের নিয়মে পরিবর্তন দেখা হতে চলেছে। অন্যদিকে ইউপিআই সম্পর্কিতও একাধিক বদল ঘটছে অগাস্ট থেকে। অগাস্টের পরিবর্তন আপনার পকেটের টাকা খসাতে পারে। বিগড়োতে পারে ঘরের বাজেট। আগামী মাস থেকে কোন কোন নিয়মগুলির পরিবর্তন হচ্ছে-

ক্রেডিট কার্ড- এসবিআই ক্রেডিট কার্ডের একটি সুবিধা বন্ধ হতে চলেছে অগাস্টে। ১১ আগস্ট থেকে এসবিআই একাধিক কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে উপলব্ধ বিনামূল্যে বিমান দুর্ঘটনা বিমা কভার বন্ধ করতে চলেছে। এখনও পর্যন্ত এসবিআই-ইউকো ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, পিএসবি, করুর বৈশ্য ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্কের এলিট এবং প্রাইম কার্ডে ১ কোটি টাকা বা ৫০ লক্ষ টাকার কভার দিত।

এলপিজি-  বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে। ১ জুলাই, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল ৬০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম হেরফের করে। কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম এখনও অপরিবর্তিত। ১ অগাস্ট থেকে এলপিজির দাম কমার সম্ভাবনা।

ইউপিআই- ১ আগস্ট থেকে ইউপিআই সম্পর্কিত একাধিক নতুন নিয়ম কার্যকর হবে। নিয়মিত পেটিএম, ফোনপে, জিপে বা অন্য কোনও পেমেন্ট থার্ড প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের এটা কাজের খবর। ব্যালেন্স চেক, স্ট্যাটাস রিফ্রেশ এবং অন্যান্য পরিষেবায় রাশ টানা হয়েছে। 

- ইউপিআই অ্যাপ থেকে দিনে ৫০ বারের বেশি ব্যালেন্স চেক করতে পারবেন না। 
-  দিনে মাত্র ২৫ বার মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে পারবেন। 
- নেটফ্লিক্স বা মিউচুয়াল ফান্ডের কিস্তির মতো অটোপে লেনদেন এখন মাত্র ৩টি টাইম স্লটে মেটানো যাবে। সকাল ১০টার আগে, দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং রাত ৯টা ৩০ মিনিটের পরে।
- দিনে ৩ বার ফেলড লেনদেনের অবস্থা পরীক্ষা করতে পারবেন। সেই ব্যবধান থাকবে ৯০ সেকেন্ডের।

সিএনজি, পিএনজি- সিএনজি এবং পিএনজির দাম হেরফের ঘটে নিয়মিত। তেল সংস্থাগুলি প্রতি মাসে সিএনজি এবং পিএনজির দাম নির্ধারণ করে। কিন্তু এপ্রিল থেকে এতে কোনও পরিবর্তন হয়নি। সিএনজি-পিএনজির দামে সর্বশেষ পরিবর্তন হয়েছিল ৯ এপ্রিল। 

Advertisement

ব্যাঙ্কের ছুটি-  এ মাসে ১৫ অগাস্ট ব্যাঙ্কের ছুটি। স্বাধীনতা দিবস উপলক্ষে। আর ১৫ অগাস্ট এবার শুক্রবার। তাই শনি-রবি অফিস ছুটি থাকলে সপ্তাহান্তে টানা অবসর।  

বিমানের জ্বালানি- ১ অগাস্ট থেকে এয়ার টারবাইন ফুয়েলের (এটিএফ) দামও বদলাতে পারে। তেল বিপণন কোম্পানিগুলি কেবল এলপিজির দামই নয়, মাসের প্রথম তারিখে এয়ার টারবাইন ফুয়েলের দামও পরিবর্তন করে। এই দামের ওঠানামা যাত্রীদের টিকিটের উপর প্রভাব ফেলে।

POST A COMMENT
Advertisement