 আরও পড়বে Gold ETFs-এর দাম?
আরও পড়বে Gold ETFs-এর দাম?এখন অনেকেই গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা GOLD ETFs-এ বিনিয়োগ করেন। এই ফান্ডগুলির সঙ্গে সোনার দামের যোগ রয়েছে। সোনার দাম বাড়লে এই ফান্ডগুলির দাম বাড়ে। আর দাম কমলে নিম্নমুখী হয় এটির দর।
আর এই ফান্ডে বিনিয়োগ করেই ২০২৫ সালে মিলেছে প্রায় ৫৩ শতাংশ দাম। বিশেষত, বিশ্ব জুড়ে অনিশ্চয়তার জন্যই এই দাম বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি একাধিক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কও সোনা কিনেছে। সেটার জন্যও ইটিএফ-এর দাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে বর্তমানে অনেক বিশেষজ্ঞই নিজেদের পোর্টফোলিও থেকে গোল্ড ইটিএফ কমাচ্ছেন। এর পিছনে রয়েছে একাধিক কারণ।
কেন গোল্ড ইটিএফ-এ লগ্লি কমছে?
আসলে বিশেষজ্ঞরা মনে করছেন, গোল্ড ইটিএফ এক বছরে অনেক রিটার্ন দিয়েছে। এটি ব়্যালি করেছে প্রায় ৫৩ শতাংশ। আর সেই কারণেই এখন গোল্ড ইটিএফ-এর দাম কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জন্য অনেকেই নিজের পোর্টফোলিও থেকে কমিয়ে ফেলছেন এই ইটিএফ।
কোট্যাক মিউচুয়াল ফান্ডের বিশিষ্ট ফান্ড ম্যানেজার সতীশ দোনাপতি জানান, বিনিয়োগকারীদের অনেকেই প্রায় ২০ শতাংশ কমাচ্ছেন নিজেদের গোল্ড ইটিএফ-এ বিনিয়োগ। গোটা পোর্ট ফোলিওর ১০ থেকে ১৫ শতাংশ রাখছেন গোল্ড ইটিএফ।
যদিও সতীশ এটাও জানিয়েছেন যে, এখনও পৃথিবীর অর্থনীতিতে রয়েছে অনিশ্চয়তা। তাই গোল্ড এখনও পজিটিভ রান করতে পারে। কিন্তু তাই বলে সব টাকা আবার গোল্ড ইটিএফ-এ রাখবেন না। বরং চেষ্টা করুন বিভিন্ন জায়গায় টাকা রেখে ডাইভার্সিফিকেশন করে দেওয়ার। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন হাতে টাকা থাকবে।
আরও নামতে পারে গোল্ড ইটিএফ?
বেশ কিছুদিন বাড়ছিল সোনার দাম। রেকর্ড হাইতে চলে গিয়েছিল। তবে সেই ধারা কিছুদিন বদলে গিয়েছে। এই Multi Commodity Exchange (MCX) এর ১০ গ্রামের দাম সম্প্রতি নেমেছে ১১৯,৬৪৬ টাকায়। এটা এর সর্বোচ্চ দামের থেকে প্রায় ১২৭০০ টাকা কম। শতাংশের হিসেবে প্রায় ৯.৬ শতাংশ কম।
তবে এখনও সোনা নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন, পৃথিবীর অর্থনীতিতে গতি নেই। সেই কারণে সোনায় বিনিয়োগ হবেই। তবে পোর্টফোলিওতে শুরু সোনা রেখে লাভ লাভ নেই। পাশাপাশি অন্য কিছু জায়গাতেও ইনভেস্ট করতে হবে বলে জানালেন তারা।
পরিশেষে বলি, এই নিবন্ধ পড়ে কোনও বিনিয়োগ করবেন না। নিজে রিসার্চ করুন। নিন বিশেষজ্ঞের পরামর্শ। তারপরই না হয় বিনিয়োগ করবেন।