scorecardresearch
 

DA Protest Pen Down: ডিএ-র পেন ডাউন নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি, কী এই আন্দোলন ?

DA Protest Pen Down: ডিএ-র পেন ডাউন নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি, কী এই আন্দোলন ?

বকেয়া ডিএ-র দাবিতে ২০ ও ২১ ফেব্রুয়ারি পেন ডাউনের ডাক দিয়েছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে এই পেন ডাউন। আমাদের রাজ্যের মানুষ ধর্মঘট, হরতাল, চাক্কা জ্যাম ইত্যাদির সঙ্গে পরিচিত ঠিকই। তবে পেন ডাউনের সঙ্গে সেভাবে পরিচিতি নেই বললেই চলে। তাহলে কি এই পেন ডাউন ?