Advertisement
শিক্ষা-দীক্ষা

আতপ চালে 'আতপ' শব্দের মানে কী? অনেক শিক্ষিত লোকেও জানে না

  • 1/10

আতপ চাল হল সেই চাল যা তৈরি করতে ধান রোদে শুকিয়ে সরাসরি ভেঙে প্রস্তুত করা হয়, অর্থাৎ ধান সেদ্ধ করা হয় না।

  • 2/10

এই ধরনের চালে সিদ্ধ চালের তুলনায় পুষ্টি উপাদানের পরিমাণ কিছুটা কম থাকে এবং এটি ভাতকে কিছুটা চটচটে ও সুস্বাদু করে তোলে।
 

  • 3/10

আতপ চালের আটা দিয়ে পিঠে, পায়েস বা রুটি তৈরি করা যায়।

Advertisement
  • 4/10

সিদ্ধ চালে সেদ্ধ প্রক্রিয়ায় অনেক পুষ্টি উপাদান চালে প্রবেশ করে, যা আতপ চালে হয় না। 

  • 5/10

আতপ চাল পোলাও-বিরিয়ানি রান্নায় ও ব্যবহার করা যায়।

  • 6/10

অন্যান্য চালের তুলনায় কম রাসায়নিক পদার্থ মিশ্রিত আতপ চালের ভাত সিদ্ধ চালের ভাত থেকে অনেক বেশি উপকারী।

  • 7/10

কিন্তু আপনারা কি জানেন আতপ চালের ক্ষেত্রে আতপ মানে কী?

Advertisement
  • 8/10

অনেকেই আতপ কথার মানে জানেন না।

  • 9/10

তাহলে চলুন জেনে নেওয়া যাক আতপ শব্দের মানে কী।

  • 10/10

আতপ চালের আতপ কথাটির অর্থ হল সূর্যের কিরণ। 

Advertisement