scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

WB Government Student Welfare Schemes: রাজ্যের এই স্কিমগুলিতে টাকা পেতে পারেন ছাত্র-ছাত্রীরা, কী ভাবে আবেদন-যোগ্যতা

WB Government Student Welfare Schemes: কন্যাশ্রী থেকে স্বামী বিবেকানন্দ বৃত্তি, শিক্ষার্থীদের পাশে বাংলার একাধিক প্রকল্প
  • 1/8

শিক্ষা ক্ষেত্রে তৃণমূল সরকারের একাধিক প্রকল্প বেশ সাড়া ফেলেছে দেশজুড়ে। বেশ কিছু রাজ্য সরকারি প্রকল্পের ঝুলিতে এসেছে আন্তর্জাতিক সম্মানও। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি প্রকল্প, যেগুলি বাংলার লক্ষ লক্ষ অভাবি, মেধাবি পড়ুয়াদের শিক্ষার বিকাশে বিশেষভাবে সহায়ক হয়েছে...

WB Government Student Welfare Schemes: কন্যাশ্রী থেকে স্বামী বিবেকানন্দ বৃত্তি, শিক্ষার্থীদের পাশে বাংলার একাধিক প্রকল্প
  • 2/8

কন্যাশ্রী: মেয়েদের উচ্চ শিক্ষার জন্য বিশেষ বৃত্তি। প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ১৫০০ কোটি টাকা। প্রতি বছর রাজ্যের প্রায় ৬৬ লক্ষ পড়ুয়া এই প্রকল্পে উপকৃত হচ্ছে।

WB Government Student Welfare Schemes: কন্যাশ্রী থেকে স্বামী বিবেকানন্দ বৃত্তি, শিক্ষার্থীদের পাশে বাংলার একাধিক প্রকল্প
  • 3/8

ঐক্যশ্রী: সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি। এই প্রকল্পের জন্য মোট বার্ষিক (২০১৯-’২০) ব্যয় ৪০৫ কোটি টাকা। ৮ বছরে রাজ্যের প্রায় ২ কোটি ৩ লক্ষ পড়ুয়া এই প্রকল্পে উপকৃত হয়েছে।

Advertisement
WB Government Student Welfare Schemes: কন্যাশ্রী থেকে স্বামী বিবেকানন্দ বৃত্তি, শিক্ষার্থীদের পাশে বাংলার একাধিক প্রকল্প
  • 4/8

শিক্ষাশ্রী: রাজ্যের এসসি / এসটি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি। প্রকল্পের জন্য মোট বার্ষিক ব্যয় ৮৩ কোটি টাকা। রাজ্যের প্রায় ১১ লক্ষ তফশিলি জাতি-উপজাতি শিক্ষার্থী এই প্রকল্পে উপকৃত হচ্ছে।

WB Government Student Welfare Schemes: কন্যাশ্রী থেকে স্বামী বিবেকানন্দ বৃত্তি, শিক্ষার্থীদের পাশে বাংলার একাধিক প্রকল্প
  • 5/8

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: রাজ্যের যে সকল অভাবি, মেধাবি পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকে প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ, তাঁরা এই বৃত্তির  আওতায় ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। আবেদন করতে হবে অনলাইনে, http://www.svmcm.wbmdfc.co.in/pages/display/156- এই সরাসরি।

WB Government Student Welfare Schemes: কন্যাশ্রী থেকে স্বামী বিবেকানন্দ বৃত্তি, শিক্ষার্থীদের পাশে বাংলার একাধিক প্রকল্প
  • 6/8

Student Credit Card: বাংলার পড়ুয়াদের জন্য ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে Student Credit Card। এই কার্ডের সাহায্যে বাংলার পড়ুয়ারা তাঁদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।

WB Government Student Welfare Schemes: কন্যাশ্রী থেকে স্বামী বিবেকানন্দ বৃত্তি, শিক্ষার্থীদের পাশে বাংলার একাধিক প্রকল্প
  • 7/8

শুধুমাত্র স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানের খরচই নয়, এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের জন্যও। এর জন্য শিক্ষা দপ্তরের পোর্টালের মাধ্যমে www.wb.gov.in-এ গিয়ে আবেদন জানাতে হবে।

Advertisement
WB Government Student Welfare Schemes: কন্যাশ্রী থেকে স্বামী বিবেকানন্দ বৃত্তি, শিক্ষার্থীদের পাশে বাংলার একাধিক প্রকল্প
  • 8/8

এছাড়াও অনলাইন ক্লাসের জন্য পছন্দের ডিভাইস কিনতে রাজ্যের প্রায় ৯ লক্ষ ৫০ হাজার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার! পশ্চিমবঙ্গে প্রায় ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর প্রত্যেক পড়ুয়াই এই টাকা পেয়েছে।

Advertisement