একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited)। নিযুক্তদের মাসিক বেতন হবে ৩৫,০০০ টাকা। বয়স ২৮ বছরের মধ্যে হলে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করা যাবে। চলুন এই নিয়োগের খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক...
ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও কম্পিউটার সায়েন্স বিভাবে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে মোটআসনে নিয়োগ করা হবে। মোট ১৫টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত আসন সংখ্যা ৬টি।
এই নিয়োগে মোট ১৫টি শূন্যপদের মধ্যে তফশিলি জাতিদের জন্য ২টি, তফশিলি উপজাতি প্রার্থীদের জন্য ১টি, ওবিসি প্রার্থীদের জন্য ৫টি এবং আর্থিক ভাবে দুর্বল প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৪ বছরের বা পূর্ণ মেয়াদের কোর্সে বি.ই. বা বি.টেক. অথবা বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। এর পাশাপাশি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
আবেদনকারীর বয়স ও বেতন: উল্লেখিত শূন্যপদগুলির ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতিরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর আর ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন। শূন্যপদগুলিতে নিযুক্তরা মাসে ৩৫,০০০ টাকা বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি: প্রার্থী বাছাই করা হবে অত্যাবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতায় (Essential educational qualifications) পাওয়া নম্বর, কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং ভার্চুয়াল ইন্টারভিউয়ের মাধ্যমে।
নিয়োগের ক্ষেত্রে মোট ১০০ নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার জন্য ৭৫ নম্বর, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর ধরা হয়েছে। এর মধ্যে থেকে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে সেরা প্রার্থীকে বেছে নেওয়া হবে।
দরখাস্তের ফি: এই নিয়োগে আবেদন জানানোর জন্য ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতি আর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না।
আবেদন জানাতে হবে নির্ধারিত বয়ান পূরণ করে। আবেদনের নির্ধারিত বয়ান পাবেন www.bel-india.com ওয়েবসাইটে। যাবতীয় প্রমানপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি সহ ডাক যোগে অথবা ক্যুরিয়ারে আবেদনপত্র পাঠাতে হবে।