scorecardresearch
 
শিক্ষা-দীক্ষা

BECIL Recruitment 2022: ৫০০ শূন্যপদে লোক নিচ্ছে BECIL, মাসিক বেতন ৩০,০০০ টাকা!

BECIL Recruitment 2022: ৫০০ শূন্যপদে লোক নিচ্ছে BECIL, মাসিক বেতন ৩০,০০০ টাকা!
  • 1/8

মোট ৫০০ শূন্যপদে ইনভেস্টিগেটর এবং সুপারভাইজর নিয়োগ করছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেড (BECIL)। আবেদন করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক...

BECIL Recruitment 2022: ৫০০ শূন্যপদে লোক নিচ্ছে BECIL, মাসিক বেতন ৩০,০০০ টাকা!
  • 2/8

নির্দিষ্ট ৬ মাসের চুক্তি ভিত্তিতে অল ইন্ডিয়া সার্ভে অন মাইগ্রান্ট ওয়ার্কারস-এ এবং অল ইন্ডিয়া কোয়ার্টারলি এস্টাবলিশমেন্ট বেসড এমপ্লয়মেন্ট সার্ভেতে নিয়োগ করা হবে। কাজ করতে হবে দেশের যে কোনও প্রান্তে।

BECIL Recruitment 2022: ৫০০ শূন্যপদে লোক নিচ্ছে BECIL, মাসিক বেতন ৩০,০০০ টাকা!
  • 3/8

ইনভেস্টিগেটর: মোট শূন্যপদের সংখ্যা ৩৫০। স্বীকৃত স্নাতক ডিগ্রিধারী এবং কম্পিউটারে কাজ করার ভালো জ্ঞান এবং যে রাজ্যে নিয়োগ হবে সেখানকার স্থানীয় ভাষার ভালো জ্ঞান থাকা চাই।

BECIL Recruitment 2022: ৫০০ শূন্যপদে লোক নিচ্ছে BECIL, মাসিক বেতন ৩০,০০০ টাকা!
  • 4/8

NSSO অথবা লেবার বিউরো সার্ভে অথবা সেনসাস এবং একই ধরনের অন্য সরকারি সার্ভের কাজে অভিজ্ঞতা থাকলে ভাল। ২৫-১-২০২২ তারিখের হিসেবে বয়স ৫০ বছরের মধ্যে। মাসে বেতন ২৪,০০০ টাকা।

BECIL Recruitment 2022: ৫০০ শূন্যপদে লোক নিচ্ছে BECIL, মাসিক বেতন ৩০,০০০ টাকা!
  • 5/8

সুপারভাইজর: মোট শূন্যপদের সংখ্যা ১৫০। স্বীকৃত স্নাতক ডিগ্রিধারী এবং কম্পিউটারে কাজ করার ভালো জ্ঞান এবং যে রাজ্যে নিয়োগ হবে সেখানকার স্থানীয় ভাষার ভালো জ্ঞান থাকা চাই।

BECIL Recruitment 2022: ৫০০ শূন্যপদে লোক নিচ্ছে BECIL, মাসিক বেতন ৩০,০০০ টাকা!
  • 6/8

NSSO অথবা লেবার বিউরো সার্ভে অথবা সেনসাস এবং একই ধরনের অন্য সরকারি সার্ভের কাজে অভিজ্ঞতা থাকলে ভাল। ২৫ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। মাসে বেতন ৩০,০০০ টাকা।

BECIL Recruitment 2022: ৫০০ শূন্যপদে লোক নিচ্ছে BECIL, মাসিক বেতন ৩০,০০০ টাকা!
  • 7/8

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউযের মাধ্যমে। পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তফশিলি, প্রতিবন্ধী অথবা আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৩৫০ টাকা দিতে হবে।

BECIL Recruitment 2022: ৫০০ শূন্যপদে লোক নিচ্ছে BECIL, মাসিক বেতন ৩০,০০০ টাকা!
  • 8/8

যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ নির্ধারিত বয়ানে লিখিত আবেদন করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে। ই-মেল করে আবেদন করুন projecthr@becil.com আইডিতে। সবিস্তারে জানতে ক্লিক করুন অফিসিয়াল ওযেবসাইটে: www.becil.com।