‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) ডিসেম্বরের পরিসংখ্যান বলছে, দেশের তুলনায় রাজ্যের কর্মসংস্থানের হাল কিছুটা হলেও ভাল। কারণ, ডিসেম্বরে বেকারত্বের হারে দেশের তুলনায় বাংলার হার কিছুটা কম ছিল।
তবে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের কর্মসংস্থানে গতি আনতে এক নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করেন।
এই ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীদের রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে। যে কোনও ক্ষেত্রে কাজের সময় অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি শর্ত।
রাজ্য সরকারের এই উদ্যোগে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা বিভিন্ন সরকারি ক্ষেত্রে শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ পাবেন। নির্ধারিত শিক্ষাস্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর আর বয়স ৪০ বছরের মধ্যে হলেই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতায় কাজের সুযোগ পাওয়া যাবে।
যদিও ঠিক কোন কোন ক্ষেত্রে কত শতাংশ আসনে শিক্ষানবিশ নিয়োগ করা হবে তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, আগামী দিনে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত শিক্ষানবিশদের সাইপেন্ড কত হতে পারে, সে বিষয়েও এই মুহূর্তে কোনও স্পষ্ট ধারণা মেলেনি।
সোমবার দুপুর ২টো থেকে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক বসে। অতিমারি আবহে রাজ্যে স্কুল-কলেজ চালুর ক্ষেত্রে সব রকম সতর্কতা মেনে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।