scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Student Internship Scheme: স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে শর্ত, যোগ্যতা কী কী? জেনে নিন

Student Internship Scheme: স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে শর্ত, যোগ্যতা কী কী? জেনে নিন
  • 1/7

‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র (CMIE) ডিসেম্বরের পরিসংখ্যান বলছে, দেশের তুলনায় রাজ্যের কর্মসংস্থানের হাল কিছুটা হলেও ভাল। কারণ, ডিসেম্বরে বেকারত্বের হারে দেশের তুলনায় বাংলার হার কিছুটা কম ছিল।

Student Internship Scheme: স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে শর্ত, যোগ্যতা কী কী? জেনে নিন
  • 2/7

তবে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের কর্মসংস্থানে গতি আনতে এক নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করেন।

Student Internship Scheme: স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে শর্ত, যোগ্যতা কী কী? জেনে নিন
  • 3/7

এই ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীদের রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে। যে কোনও ক্ষেত্রে কাজের সময় অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি শর্ত।

Advertisement
Student Internship Scheme: স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে শর্ত, যোগ্যতা কী কী? জেনে নিন
  • 4/7

রাজ্য সরকারের এই উদ্যোগে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা বিভিন্ন সরকারি ক্ষেত্রে শিক্ষানবিশ হিসাবে কাজের সুযোগ পাবেন। নির্ধারিত শিক্ষাস্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর আর বয়স ৪০ বছরের মধ্যে হলেই স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমের আওতায় কাজের সুযোগ পাওয়া যাবে।

Student Internship Scheme: স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে শর্ত, যোগ্যতা কী কী? জেনে নিন
  • 5/7

যদিও ঠিক কোন কোন ক্ষেত্রে কত শতাংশ আসনে শিক্ষানবিশ নিয়োগ করা হবে তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, আগামী দিনে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত শিক্ষানবিশদের সাইপেন্ড কত হতে পারে, সে বিষয়েও এই মুহূর্তে কোনও স্পষ্ট ধারণা মেলেনি।

Student Internship Scheme: স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে শর্ত, যোগ্যতা কী কী? জেনে নিন
  • 6/7

সোমবার দুপুর ২টো থেকে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক বসে। অতিমারি আবহে রাজ্যে স্কুল-কলেজ চালুর ক্ষেত্রে সব রকম সতর্কতা মেনে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Student Internship Scheme: স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে কাজ পেতে শর্ত, যোগ্যতা কী কী? জেনে নিন
  • 7/7

বৈঠকের পরই আগামিকাল থেকে জারি হওয়া নতুন কোভিড বিধির পাশাপাশি রাজ্যে স্কুল খোলার বিষয়টিও ঘোষণা করা হয়। নয়া বিধিনিষেধে একাধিক ছাড়ের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার কথাও জানানো হয়।

Advertisement