scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

BHEL Recruitment 2021: ৭৫ শূন্যপদে নিয়োগ করছে ভারত হেভি ইলেকট্রিক্যালস! বেতন ৩৭,৫০০ টাকা

BHEL Recruitment 2022: ৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ করছে BHEL, বেতন ৩৭,৫০০ টাকা!
  • 1/8

ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা Bharat Heavy Electricals Limited-এ কর্মী নিয়োগ করা হচ্ছে। ওয়েল্ডার পদে মোট ৭৫ জনকে নিয়োগ করছে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (BHEL)। নিয়োগ করা হবে অস্থায়ী পদে নির্দিষ্ট মেয়াদের (১২ মাস) জন্য। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

BHEL Recruitment 2022: ৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ করছে BHEL, বেতন ৩৭,৫০০ টাকা!
  • 2/8

আইটিআই পাশ এবং আইবিআর (ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকা প্রার্থীরা ১৯৫০ অনুযায়ী বৈধ বয়লার ওয়েল্ডার্স সার্টিফিকেট থাকলে এবং প্রোজেক্ট সাইটে প্রেসার পার্ট জয়েন্টস ওয়েল্ডিং-এ অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

BHEL Recruitment 2022: ৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ করছে BHEL, বেতন ৩৭,৫০০ টাকা!
  • 3/8

উল্লেখিত পদে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখের হিসাবে ৩৫ বছরের মধ্যে হওয়া চাই। নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ৩৭,৫০০ টাকা বেতন পাবেন, এর সঙ্গে কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটি ইনসেনটিভও রয়েছে। কাজে যোগদানের সময় নিযুক্ত প্রার্থীরা ট্রেনের দ্বিতীয় শ্রেণির স্লিপার ক্লাসের ভাড়াও পাবেন।

Advertisement
BHEL Recruitment 2022: ৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ করছে BHEL, বেতন ৩৭,৫০০ টাকা!
  • 4/8

প্রার্থী প্রাথমিকভাবে বাছাই করা হবে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটের নম্বর ও অভিজ্ঞতার ভিত্তিতে। পরবর্তিতে স্কিল টেস্টের মাধ্যমে চূড়ান্ত পর্বের প্রার্থী বাছাই করা হবে। স্কিল টেস্টের সময় প্রার্থীদের নিজেদের যাবতীয় প্রমাণপত্র জমা করতে হবে।

BHEL Recruitment 2022: ৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ করছে BHEL, বেতন ৩৭,৫০০ টাকা!
  • 5/8

ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (BHEL) নির্ধারিত ঠিকানায় স্কিল টেস্টের সময় প্রত্যেক ক্যাটেগরিতে, শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে সুযোগ দেওয়া হবে। স্কিল টেস্টের জন্য সময় লাগবে ৩ থেকে ৭ দিন। এই সময় প্রার্থীদের নিজের খরচে থাকার ব্যবস্থা করে নিতে হবে।

BHEL Recruitment 2022: ৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ করছে BHEL, বেতন ৩৭,৫০০ টাকা!
  • 6/8

আবেদনের ফি বাবদ প্রার্থীদের BHEL, PSER -এর অনুকূলে ২০০ টাকা দিতে হবে। টাকা দিতে হবে নাগপুরে প্রদেয় ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বা UPI:BHELNAGPUR@SBI স্ক্যান করে। ডিমান্ড ড্রাফট, যাবতীয় প্রয়োজনীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ খামে করে আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়: Sr. Deputy General Manager (HR) BHEL, Power Sector Western Region, Shree Mohini Comples, 345 Kingsway, Nagpur – 440001.

BHEL Recruitment 2022: ৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ করছে BHEL, বেতন ৩৭,৫০০ টাকা!
  • 7/8

আবেদনপত্রের খামের ওপর লিখতে হবে, “Application for the Post of Fixed Tenure Engagement- IBR WELDER”। এই আবেদনপত্র পৌঁছতে হবে ১৭ ফেব্রুয়ারি মধ্যে। তবে দূরের প্রার্থীদের ক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারির মধ্যে এই আবেদনপত্র পৌঁছতে হবে।

Advertisement
BHEL Recruitment 2022: ৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ করছে BHEL, বেতন ৩৭,৫০০ টাকা!
  • 8/8

অনলাইনে ফি দিলে ট্রানসাকশান রেফারেন্স নম্বর লিখে রাখবেন। পরে এটির প্রয়োজন হবে। ফি জমা দেওয়ার পর পেমেন্টের ই-রিসিপ্টের প্রিন্ট নেবেন। তার আগে ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে দরখাস্ত করবেন https://www.bhelpswr.co.in বা https://pswr.bhel.com বা https://careers.bhel.in ওয়েবসাইটের মাধ্যমে।

Advertisement