বিভিন্ন বিভাগে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে অয়েল ইন্ডিয়া লিমিটেডে (OIL)। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ আর বয়স ৩৩ বছরের মধ্যে হলে এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করা যেতে পারে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
মোট ১১টি পোস্ট কোডে গ্রেড-থ্রি এবং গ্রেড-ফাইভ পদে মোট ৬২ জন ওয়ার্ক পার্সন নিয়োগ করছে অয়েল ইন্ডিয়া লিমিটেডে (OIL)।
উল্লেখিত পদগুলিতে উচ্চমাধ্যমিক পাশ, বিএসসি পাশ এবং বিএসসি নার্সিং পাশ প্রার্থীদের মধ্য থেকে যোগ্যতমকে নিয়োগ করা হবে। সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা চাই।
উল্লেখিত পদগুলির জন্য ইচ্ছুক আবেদনকারীদের বয়স ২৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী, ৩১ বছর থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবে তফশিলি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের, ওবিসিরা ৩ বছর পর্যন্ত ছাড় পাবেন।
উল্লেখিত পদগুলিতে নিযুক্ত গ্রেড-থ্রি পদের প্রার্থীদের বেতন ২৬,৬০০ টাকা থেকে ৯০,০০০ টাকা আর গ্রেড-ফাইভ পদের বেতন ৩২,০০০ টাকা থেকে ১,২৭,০০০ টাকা।
উল্লেখিত পদগুলিতে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্টের (CBT) মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর আর কম্পিউটার ভিত্তিক টেস্টে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে যোগ্যতমকে নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে https://www.oil-india.com ওয়েবসাইটের মাধ্যমে। আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে/ পিডিএফে।