scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Calcutta High Court Recruitment: HS পাশেই কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফারের চাকরি, বেতন ৩২,৫০০ টাকা!

Calcutta High Court Recruitment: HS পাশেই কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফারের চাকরি, বেতন ৩২,৫০০ টাকা!
  • 1/8

উচ্চমাধ্যমিক পাশ আর সঙ্গে প্রতি মিনিটে ৩০টি শব্দ নির্ভুল ভাবে টাইপ করার ক্ষমতা থাকলে কলকাতা হাইকোর্টে মোটা বেতনের চাকরির সুযোগ রয়েছে। হাইকোর্টে শীঘ্রই গ্রেড-সি পদে কর্মী নিয়োগ করা হবে। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক...

Calcutta High Court Recruitment: HS পাশেই কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফারের চাকরি, বেতন ৩২,৫০০ টাকা!
  • 2/8

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম স্টেনোগ্রাফার (গ্রেড-সি) পদে ১৭ জনকে নিয়োগ করছে কলকাতা হাইকোর্টে। উচ্চমাধ্যমিক পাশ আর সঙ্গে প্রতি মিনিটে ৩০টি শব্দ নির্ভুল ভাবে টাইপ এবং ১২০ শব্দ শর্টহ্যান্ড করার যোগ্যতা থাকলে পার্সোনাল কলকাতা হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট কাম স্টেনোগ্রাফার পদের জন্য আবেদন করা যাবে।

Calcutta High Court Recruitment: HS পাশেই কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফারের চাকরি, বেতন ৩২,৫০০ টাকা!
  • 3/8

আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মূল বেতন ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা। তবে নিয়োগের পর শুরুতে সবমিলিয়ে বেতন মাসে ৩২,৫০০ টাকা।

Advertisement
Calcutta High Court Recruitment: HS পাশেই কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফারের চাকরি, বেতন ৩২,৫০০ টাকা!
  • 4/8

আবেদনের ফি বাবদ প্রার্থীদের দিতে ৮০০ টাকা দিতে হবে। তবে পশ্চিমবঙ্গের তফশিলিদের ক্ষেত্রে আবেদনের ফি ৩০০ টাকা। ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে আবেদনের এই ফি জমা দিতে হবে।

Calcutta High Court Recruitment: HS পাশেই কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফারের চাকরি, বেতন ৩২,৫০০ টাকা!
  • 5/8

ড্রাফ (চালান) কাটবেন Registrar General, High Court, Calcutta-এর অনুকূলে। এই ড্রাফ যেন কলকাতার জিপিওয় ভাঙানোর যোগ্য হয়, সেটা খেয়াল রাখতে হবে।

Calcutta High Court Recruitment: HS পাশেই কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফারের চাকরি, বেতন ৩২,৫০০ টাকা!
  • 6/8

আবেদন করতে হবে নিজের হাতে লেখা বায়োডেটার মাধ্যমে। বায়োডেটার ফর্ম্যাট বা বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বায়োডেটার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দেবেন আবেদনপত্রে।

Calcutta High Court Recruitment: HS পাশেই কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফারের চাকরি, বেতন ৩২,৫০০ টাকা!
  • 7/8

আবেদনপত্রের বয়ান ও আরও খুঁটিনাটি তথ্য পাবেন পিডিএফে। আবেদনপত্রটি একটি ২৫ সেমি x ১১ সেমির খামে ভরে নিজের নাম-ঠিকানা লিখে, ৪৫ টাকার ডাকটিকিট সেঁটে এই ঠিকানায়: Registrar General, High Court, Calcutta পাঠিয়ে দিন।

Advertisement
Calcutta High Court Recruitment: HS পাশেই কলকাতা হাইকোর্টে স্টেনোগ্রাফারের চাকরি, বেতন ৩২,৫০০ টাকা!
  • 8/8

১২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় ডিমান্ড ড্রাফ্ট সহ আবেদনপত্রটি পৌঁছানো চাই। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন https://calcuttahighcourt.gov.in/ ওয়েবসাইটে।

Advertisement