scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Visva-Bharati University Basanta Utsab and Bangla Naba Barsho : বসন্ত উৎসবে মাতোয়ারা হবে বিশ্বভারতী, সঙ্গে বর্ষবরণও; কবে?

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh one
  • 1/14

Visva-Bharati University Basanta Utsab and Bangla Naba Barsho: বসন্ত উৎসব হতে চলেছে বিশ্বভারতীতে বিশ্ববিদ্যালয়ে। হবে বর্ষবরণ অনুষ্ঠানও। নিজেদের মত করে বসন্ত উৎসব করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বর্ষবরণ অনুষ্ঠানের আগের দিন বসন্ত উৎসব হবে। 

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh two
  • 2/14

দোলের দিন বসন্ত উৎসব না করে এই নিয়ে পরপর দু'বছর দোলের দিন বসন্ত উৎসব হওয়ার দীর্ঘ দিনের রীতি ভাঙলেও বসন্ত উৎসবের সব রীতি মেনেই অনুষ্ঠান করতে চলেছে কর্তৃপক্ষ। 

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh three
  • 3/14

গৌর প্রাঙ্গনে এই অনুষ্ঠান হতে চলেছে। বসন্ত উৎসবের সূচনা। 'খোল দ্বার খোল' গানের সঙ্গে সঙ্গে শোভাযাত্রা সবই হবে কিন্তু ঘরোয়া ভাবে। 

Advertisement
Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh four
  • 4/14

এমনকী ওই দিন প্রথা মেনে সন্ধেবেলা থাকবে নাটক। পয়লা বৈশাখের দিন হবে বর্ষবরণের অনুষ্ঠানও। 

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh five
  • 5/14

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, দোলের দিন বসন্ত উৎসব করবে না, বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ছাত্র আন্দোলনের জন্য দিন ঠিক করেও বসন্ত উৎসব আয়োজন থেকে পিছিয়ে আসেন।

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh six
  • 6/14

যা নিয়ে চূড়ান্ত সমালোচনার মধ্যে পড়েন কর্তৃপক্ষ। আশ্রমিক থেকে প্রাক্তনী প্রত্যেকে অভিযোগ করে ছিল বিশ্বভারতীর ঐতিহ্য এবং সংস্কৃতি ধ্বংস করে দিতে চাইছেন তাঁরা। 

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh seven
  • 7/14

এমনকী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকও এই বিষয়টি ভাল ভাবে নেয়নি। তার পরেই বসন্ত উৎসব করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।   

আরও পড়ুন: বিশ্বভারতীর পাঠভবন-শিক্ষাসত্রের সিলেবাসে কাটছাঁটের সিদ্ধান্ত বদল, ক্ষুব্ধ পড়ুয়ারা

Advertisement
Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh eight
  • 8/14

প্রসঙ্গত, ১৯০৭ সালে শ্রীপঞ্চমীর বা বসন্তপঞ্চমীর দিন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে শমীন্দ্রনাথ ঠাকুর ঋতু উৎসবের সূচনা করে ছিলেন। অনুষ্ঠান হয়ে ছিল প্রাককুটিরে, আজ যা শমীন্দ্র পাঠাগার। 

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh nine
  • 9/14

ধরে নেওয়া হয় ঋতু উৎসবের মধ্যে দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়ে ছিল। প্রথম দিকে আম্রকুঞ্জে বসন্ত উৎসব অনুষ্ঠিত হত। ভিড় বাড়লে তা সরিয়ে নিয়ে আসা হয় আশ্রম মাঠে। 

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh ten
  • 10/14

কিন্তু ২০১৮ সালে বসন্ত উৎসবে  ২ লক্ষের বেশি মানুষ ভিড় হয়ে ছিল। এর ফলে বসন্ত উৎসব শেষ হতেই বিশ্বভারতীর বিভিন্ন রাস্তা অররুদ্ধ হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা মানুষ আটকে ছিলেন। পদপৃষ্ট হওয়ার আশঙ্কা ছিল। 

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh eleven
  • 11/14

তার পরই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, বসন্ত উৎসবের দিন পরিবর্তন করা হবে। ২০২১ সালে বিশ্বভারতী নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করে।

Advertisement
Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh twelve
  • 12/14

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বিশ্বভারতীর গৌরপ্রাঙ্গণে হবে এই বসন্ত উৎসবের আয়োজন। পয়লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানের আগের দিনই পালিত হবে বসন্ত উৎসব। 

আরও পড়ুন: হাতে এই ৩ রেখার ট্রায়াঙ্গল জানায় আপনি বড়লোক হবেন কিনা, দেখুন নিজের হাত

আরও পড়ুন: ৫ মিনিটেই হয়ে যান শেয়ারবাজার এক্সপার্ট, কীভাবে?

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh thirteen
  • 13/14

বিশ্বভারতীর সঙ্গীত ভবনে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এই অনুষ্ঠানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

Visva Bharati University Basanta Utsab Bangla Naba Barsho Bengali New Year Poila Baisakh fourteen
  • 14/14

বিশ্বভারতীর কর্মী পরিষদের পক্ষে কিশোর ভট্টাচার্য বলেন, বসন্ত উৎসব হবে বসন্ত শেষ হওয়ার আগেই। আলোচনা চলছে। এই বিষয়ে এই মূহর্তে এর বেশি কিছু বলা যাবে না।

Advertisement