
দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ দুপুর ২টোয় প্রকাশিত হয়েছে CBSE-র দ্বাদশ শ্রেণির ফল। CBSE বোর্ডের দ্বাদশ ফলাফল ঘোষিত, পাস করেছে ৯৯.৩৭% শিক্ষার্থী। শুক্রবার সকালে রেজাল্ট প্রকাশের খবর জানিয়ে একটি টুইট করে CBSE বোর্ড। অবশেষে সেই দিন ঘোষণা হতে স্বস্তিতে পডুয়ারা।

করোনার জন্য এ বছর CBSE বোর্ডে পরীক্ষা হয়নি। তাই ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে পডুয়াদের নম্বর দেওয়া হয়েছে। CBSE-র সরকারি ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল দেখতে পারবে পড়ুয়ারা। এছাড়াও UMANG অ্যাপ, digilocker.gov.in, SMS এবং IVRS পদ্ধতির মাধ্যমেও রেজাল্ট জানা যাবে।

সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল ২০২১-এ, এই বছর মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৯৯.৬৭% এবং ছেলেদের পাসের হার ৯৯.১৩%। এ বছর দিল্লি অঞ্চলে ৯৯.৮৪% শিক্ষার্থী পাস করেছে। আপনি এখানে দেওয়া লিঙ্ক থেকে ফলাফল চেক করতে পারেন। এই লিঙ্কে ক্লিক করুন

সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সে কারণেই বোর্ড দশম শ্রেণির আগে দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করেছে। সিবিএসই বোর্ড এটাও স্পষ্ট করেছে যে, একবারে একটি মাত্র ফলাফল প্রকাশ করা হবে।

CBSE-র সরকারি ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল দেখতে পারবে পড়ুয়ারা। এছাড়াও UMANG অ্যাপ, digilocker.gov.in, SMS এবং IVRS পদ্ধতির মাধ্যমেও রেজাল্ট জানা যাবে।

করোনার জন্য এ বছর CBSE বোর্ডে পরীক্ষা হয়নি। তাই ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে পডুয়াদের নম্বর দেওয়া হয়েছে। যাঁদের স্মার্টফোন নেই, তাঁরা ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের (IVRS) মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন। দিল্লির ক্ষেত্রে নম্বরটি হল ২৪৩০০৬৯৯। দিল্লির বাইরে হলে ফোন করতে হবে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে।