scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

CBSE Class 12th Result 2021: CBSE-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখতে আগে জেনে নিন নিজের রোল নম্বর

CBSE Class 12th Result 2021: CBSE-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখতে আগে জেনে নিন নিজের রোল নম্বর!
  • 1/6

দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ দুপুর ২টোয় প্রকাশিত হতে চলেছে CBSE-র দ্বাদশ শ্রেণির ফল। শুক্রবার সকালে রেজাল্ট প্রকাশের খবর জানিয়ে একটি টুইট করে CBSE বোর্ড। অবশেষে সেই দিন ঘোষণা হতে স্বস্তিতে পডুয়ারা।

CBSE Class 12th Result 2021: CBSE-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখতে আগে জেনে নিন নিজের রোল নম্বর!
  • 2/6

CBSE-র সরকারি ওয়েবসাইট cbseresults.nic.in থেকে ফলাফল দেখতে পারবে পড়ুয়ারা। এছাড়াও UMANG অ্যাপ, digilocker.gov.in, SMS এবং IVRS পদ্ধতির মাধ্যমেও রেজাল্ট জানা যাবে।

CBSE Class 12th Result 2021: CBSE-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখতে আগে জেনে নিন নিজের রোল নম্বর!
  • 3/6

করোনার জন্য এ বছর CBSE বোর্ডে পরীক্ষা হয়নি। তাই ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে পডুয়াদের নম্বর দেওয়া হয়েছে।

Advertisement
CBSE Class 12th Result 2021: CBSE-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখতে আগে জেনে নিন নিজের রোল নম্বর!
  • 4/6

যাঁদের স্মার্টফোন নেই, তাঁরা ইন্টার অ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেমের (IVRS) মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন। দিল্লির ক্ষেত্রে নম্বরটি হল ২৪৩০০৬৯৯। দিল্লির বাইরে হলে ফোন করতে হবে ০১১-২৪৩০০৬৯৯ নম্বরে।

CBSE Class 12th Result 2021: CBSE-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখতে আগে জেনে নিন নিজের রোল নম্বর!
  • 5/6

রেজাল্ট জানতে গেলে cbse.gov.in থেকে প্রথমে পড়ুয়াদের ১২ সংখ্যার রোল নম্বর জেনে নিতে হবে। এর জন্য প্রথমে CBSE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নীচে স্ক্রোল করলে 'Roll Number Finder' পাবেন। সেখানে ক্লিক করতে হবে।

CBSE Class 12th Result 2021: CBSE-র দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখতে আগে জেনে নিন নিজের রোল নম্বর!
  • 6/6

এর পর একটা নতুন পেজ খুলবে। 'Continue লেখায় ক্লিক করুন। পরীক্ষার্থীরা নিজেদের ক্লাস বেছে নিয়ে নিজের নাম, বাবার নামসহ প্রয়োজনীয় তথ্য দিন। এর পর নিজের নাম, বাবার নামসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে দশম বা দ্বাদশের রোল নম্বর জানতে সার্চ করুন।

Advertisement