scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Central Bank of India Recruitment 2021: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Central Bank; ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা!

Central Bank of India Recruitment 2021: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Central Bank; ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা!
  • 1/8

শতাধিক শূন্যপদে স্পেশালিস্ট অফিসার নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (Central Bank of India)। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাকত হতে হবে। নিযুক্ত কর্মীর ন্যূনতম মাসিক বেতন হবে ৩৬,০০০ টাকা। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Central Bank of India Recruitment 2021: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Central Bank; ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা!
  • 2/8

ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ইকোনমিস্ট, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট, আইটিও, ক্রেডিট অফিসার, রিস্ক ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যানালিস্ট, টেকনিক্যাল অফিসার (ক্রেডিট), আইটি এসওসি অ্যানালিস্ট-সহ আরও অন্যান্য পদে মোট ১১৫ জন স্পেশ্যালিস্ট অফিসার নিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Central Bank of India Recruitment 2021: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Central Bank; ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা!
  • 3/8

সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের পিএইচডি অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা বিই বা বিটেক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা বিই বা বিটেক বা স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারী অথবা স্নাতকোত্তর বা স্নাতকোত্তর ডিপ্লোমাধারী অথবা স্নাতক সঙ্গে কম্পিউটারের জ্ঞান অথবা চাটার্ড অ্যাকাউন্টেন্ট অথবা সিএ বা আইসিএআই বা আইসিডব্লুএ বা এমবিএ (ফিনান্স) অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রভৃতি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর সঙ্গেই সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। 

Advertisement
Central Bank of India Recruitment 2021: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Central Bank; ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা!
  • 4/8

আবেদনকারীদের বয়স তাঁর পদ অনুযায়ী ন্যূনতম ২০ বছর থেকে সর্বাধিক ৫০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

Central Bank of India Recruitment 2021: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Central Bank; ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা!
  • 5/8

জেএমজি স্কেল-ওয়ান পদের মাসিক বেতন ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা। এমএমজি স্কেল-টু পদের মাসিক বেতন ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা।

Central Bank of India Recruitment 2021: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Central Bank; ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা!
  • 6/8

এমএমজি স্কেল-থ্রি পদের মাসিক বেতন ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা। এসএমজি স্কেল-ফোর পদের মাসিক বেতন ৭৬,০১০ টাকা থেকে ৮৯,৮৯০ টাকা। টিএমজি স্কেল-ফাইভ পদের মাসিক বেতন ৮৯,৮৯০ টাকা থেকে ১,০০,৩৫০ টাকা।

Central Bank of India Recruitment 2021: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Central Bank; ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা!
  • 7/8

প্রার্থী বাছাই করা হবে ১ ঘণ্টার অনলাইন লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। অনলাইন পরীক্ষা ২০২২ সালের ২২ জানুয়ারি হতে পারে। কল লেটার ডাউনলোড করতে পারবেন সম্ভবত ২০২২ সালের ১১ জানুয়ারি থেকে। পরে এ বিষয়ে বিজ্ঞাপিত করা হবে।

Advertisement
Central Bank of India Recruitment 2021: শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Central Bank; ন্যূনতম বেতন ৩৬,০০০ টাকা!
  • 8/8

অনলাইন রেজিস্ট্রেশন করাতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের (www:centralbankofindia.co.in) মাধ্যমে ১৭ ডিসেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ ৮৫০ (সঙ্গে জিএসটি অতিরিক্ত) টাকা দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদনের ফি বাবদ ১৭৫ (সঙ্গে জিএসটি অতিরিক্ত) টাকা দিতে হবে। এই নিয়োগের বিস্তারিত তথ্য পাবেন www:centralbankofindia.co.in এই ওয়েবসাইটে।

Advertisement