scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Hospital Facility Manager Recruitment: ফেসিলিটি ম্যানেজার শূন্যপদে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্য স্বাস্থ্য দফতর!

Hospital Facility Manager Recruitment: হসপিটাল ফেসিলিটি ম্যানেজার পদে ফের নিয়োগ শুরু হল রাজ্যে!
  • 1/9

ডাক্তার, ফেসিলিটি ম্যানেজার-সহ বিভিন্ন শূন্যশূন্যপদে প্রায় ৪ হাজার জনকে নিয়োগের প্রক্রিয়া ফের শুরু হয়েছে এ রাজ্যে। গত ২০১৯ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে ওই সমস্ত শূন্যশূন্যপদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

Hospital Facility Manager Recruitment: হসপিটাল ফেসিলিটি ম্যানেজার পদে ফের নিয়োগ শুরু হল রাজ্যে!
  • 2/9

২০১৯ সালের জানুয়ারিতে বিভিন্ন সরকারি হাসপাতালে ফেসিলিটি ম্যানেজারের ৮১৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। রিক্রুটমেন্ট বোর্ডের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট চাকরি প্রার্থী ছিল ২ লক্ষ ৬১ হাজার ৫৮৬ জন। 

Hospital Facility Manager Recruitment: হসপিটাল ফেসিলিটি ম্যানেজার পদে ফের নিয়োগ শুরু হল রাজ্যে!
  • 3/9

এর মধ্য এখনও পর্যন্ত মাত্র ১৩,৩৫৯ জনের নথি যাচা‌ই করা হয়েছে। কারণ, ২০১৯-এর সেপ্টেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত আবেদনকারীদের নথিপত্র যাচাই করার কাজটি হয়। এর পর করোনা পরিস্থিতির জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে যায়।

Advertisement
Hospital Facility Manager Recruitment: হসপিটাল ফেসিলিটি ম্যানেজার পদে ফের নিয়োগ শুরু হল রাজ্যে!
  • 4/9

নথিপত্রর কপি বোর্ডের অফিসে আগে জমা দেওয়া হয়েছিল। এবার প্রার্থীদের নথিপত্র অনলাইনে যাচাই করা হবে। রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটের মাধমে প্রার্থীদের নথিপত্র আপলোড করতে বলা হয়েছে।

Hospital Facility Manager Recruitment: হসপিটাল ফেসিলিটি ম্যানেজার পদে ফের নিয়োগ শুরু হল রাজ্যে!
  • 5/9

এর আগে ওই নথিপত্র সরাসরি জমা দিয়ে থাকলেও ফের অনলাইনে প্রার্থীদের সেগুলি জমা দিতে বলা হয়েছে। প্রার্থীদের নথিভুক্ত মোবাইল নম্বর বা ই-মেল আইডির মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

Hospital Facility Manager Recruitment: হসপিটাল ফেসিলিটি ম্যানেজার পদে ফের নিয়োগ শুরু হল রাজ্যে!
  • 6/9

এর পর প্রার্থীরা অনলাইনে তাঁদের আবেদনপত্রটি রিক্রুটমেন্ট বোর্ডের দেখতে ওয়েবসাইটে লগ ইন করে পাবেন। এর পর নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করে দিতে হবে। আপলোড করার সময়সীমা বোর্ড নিজের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেবে।

Hospital Facility Manager Recruitment: হসপিটাল ফেসিলিটি ম্যানেজার পদে ফের নিয়োগ শুরু হল রাজ্যে!
  • 7/9

ফেসিলিটি ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও সরকার স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হওয়া চাই।

Advertisement
Hospital Facility Manager Recruitment: হসপিটাল ফেসিলিটি ম্যানেজার পদে ফের নিয়োগ শুরু হল রাজ্যে!
  • 8/9

২০১৯ সালের রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদকারীদের উচ্চমাধ্যমিক ও স্নাতক স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মোট শূন্যপদের ১৬,৩৮০ জনকে (২০ গুণ প্রার্থীকে) ডাকা হবে।

Hospital Facility Manager Recruitment: হসপিটাল ফেসিলিটি ম্যানেজার পদে ফের নিয়োগ শুরু হল রাজ্যে!
  • 9/9

এই প্রার্থীদের মধ্যে থেকে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রায় সাড়ে ১৬ হাজার প্রার্থীদের মধ্যে থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে সফল প্রার্থীদের ইন্টারিভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারিভিউয়ের মাধ্যমে যোগ্যতমদের নিয়োগ করা হবে।

Advertisement