scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!

ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!
  • 1/9

আপনি কি স্নাতক? কম্পিউটারের কাজ জানেন? তাহলে আপনার জন্য মোটা বেতনের চাকরির সুযোগ নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC)।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশেই কর্মী নিয়োগ করছে PNB, বেতন ২৮,১৪৫ টাকা

ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!
  • 2/9

ম্যানেজার গ্রেড-টু, সোশ্যাল সিকিউরিটি অফিসার, সুপারিনটেনডেন্ট পদে মোট ৯৩ জনকে নিয়োগ করবে এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC)।

ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!
  • 3/9

স্থায়ী পদে নিযুক্তদের দেশের যে কোনও অংশে এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের দফতরে কাজ করতে হবে।

Advertisement
ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!
  • 4/9

উল্লেখিত পদগুলিতে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা, যাঁদের এর সঙ্গেই অফিস স্যুট, ডেটাবেস সহ কম্পিউটারে কাজের জ্ঞান রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন।

ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!
  • 5/9

ইচ্ছুক আবেদনকারীদের বয়স ১২ এপ্রিল, ২০২২ তারিখের হিসেবে ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!
  • 6/9

এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের উল্লেখিত পদগুলিতে নিযুক্তরা বেতন পাবেন লেভেল ৭ অনুযায়ী। নিযুক্তদের মাসিক বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।

ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!
  • 7/9

ম্যানেজার গ্রেড-টু, সোশ্যাল সিকিউরিটি অফিসার, সুপারিনটেনডেন্ট পদের প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট আর ডেসক্রিপটিভ টেস্টের মাধ্যমে।

Advertisement
ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!
  • 8/9

পরীক্ষা বা আবেদনের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে তফশিলি জাতি-উপজাতি, প্রতিবন্ধী, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, মহিলা অথবা প্রাক্তন সেনাকর্মী হলে এই ফি ২৫০ টাকা। ফি দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!
  • 9/9

আবেদন করতে হবে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে https://www.esic.nic.in-এই ওয়েবসাইটের মাধ্যমে। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইটে অথবা পিডিএফ দেখুন।

Advertisement