scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Diploma Courses: উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করলে জীবনভর মোটা আয়, রইল

Diploma Courses: উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করলে জীবনভর মোটা আয়, রইল
  • 1/9

আর ক’টা দিন পর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই কী নিয়ে পড়া উচিত বা কী বিষয়ে নিয়ে পড়লে তাড়াতাড়ি চাকরি জোটানো যাবে, এই নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়বে পড়ুয়া থেকে অভিভাবকদের। তবে গতে বাঁধা শিক্ষায় স্নাতক বা স্নাতোকত্তরের পথে পা বাড়ানো মানেই পেশাগত জীবন শুরু হতে বাড়তি সময় লেগে যাওয়া। তাছাড়া, তাতে অনিশ্চয়তাও কম নেই! তাই এই প্রতিবেদনে এমন ৮ ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সের উল্লেখ করা হল, যেগুলির মাধ্যমে দ্রুত পেশাদার জীবনে পা রেখে উপার্জন শুরু করা যায়...

Diploma Courses: উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করলে জীবনভর মোটা আয়, রইল
  • 2/9

বিনোদন জগতে পেশা: রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনস্থ রূপকলা কেন্দ্রে সাউন্ড ডিজাইন, এডিটিং, ডেভলপমেন্ট কমিউনিকেশন, ডিরেকশন, মোশন পিকচার ফোটোগ্রাফির উপর কোর্স করানো হয়। এগুলি ডিপ্লোমা কোর্স। মেয়াদ ২ বছর। পড়ার খরচ মোট ৬২-৮০ হাজার টাকা। এই বিষয়গুলিতে একাধিক সরকার স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেও ডিপ্লোমা করা যায়। সে ক্ষেত্রে খরচ আর একটু বেশি।

Diploma Courses: উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করলে জীবনভর মোটা আয়, রইল
  • 3/9

বিদেশি ভাষায় ডিপ্লোমা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক থেকে এক বছরের সার্টিফিকেট, ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স করা যায়। এ ক্ষেত্রে সপ্তাহে দু’দিন করে ৩ ঘণ্টার ক্লাস হয়। ভাষাশিক্ষার বিষয়গুলির মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত, স্প্যানিশ, ফরাসি, জার্মান, ইতালীয়, চাইনিজ, পর্তুগিজ, জাপানি এবং কোরিয় ভাষা। উচ্চমাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করলে এ ক্ষেত্রে আবেদন করা যায়। বিস্তারিত জানতে www.jaduniv.edu.in এই ওয়েবসাইটে দেখতে হবে।

Advertisement
Diploma Courses: উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করলে জীবনভর মোটা আয়, রইল
  • 4/9

ইন্টিরিয়ার ডিজাইনিং: অনেকেই এখন ইন্টিরিয়ার ডিজাইনার হতে চান। ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের পাঠক্রমের মধ্যে থাকে বিল্ডিং কোড, বিল্ডিংয়ের কাঠামো সংক্রান্ত নানা বিষয়, এথিক, সাইকোলজি, কম্পিউটার অ্যাডেড ড্রয়িং সহ বিভিন্ন খুঁটিনাটি বিষয়। ইন্টিরিয়ার ডিজাইনিং নিয়ে ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স করারও সুযোগ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। ১ থেকে ২ বছরের কোর্সের খরচ ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।

Diploma Courses: উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করলে জীবনভর মোটা আয়, রইল
  • 5/9

ফিজিওথেরাপিস্ট: সাড়ে চার বছরের ব্যাচেলর অব ফিজিওথেরাপি অর্থাৎ BPT পাশ করে রোজগারের প্রচুর সুযোগ রয়েছে বর্তমান চাকরির বাজারে। স্নাতক ফিজিওথেরাপিস্টের চাহিদা আকাশছোঁয়া। ব্যাচেলর ইন ফিজিওথেরাপি পড়ার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। ১০+২ এরপর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড একটি পৃথক পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রী বেছে নেয়। অবজেকটিভ টাইপের প্রশ্ন হয় বিজ্ঞান বিভাগের উপর। তবে এই বিষয়ে একাধিক সরকার স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেও ডিপ্লোমা করে নিজের পেশাগত জীবন শুরু করা যায়। খরচ ৩ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।

Diploma Courses: উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করলে জীবনভর মোটা আয়, রইল
  • 6/9

ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিসম ম্যানেজমেন্ট: ঘুরতে ভালোবাসেন? এই ভালবাসাকেই প্রাধান্য দিয়ে নিজের পেশা করতে পারেন। ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিসম ম্যানেজমেন্টে ডিপ্লোমা করে বিভিন্ন ট্যুরিসম ভিত্তিক সংস্থায় চাকরি পেতে পারেন। এ ক্ষেত্রে ৪ বছরের ব্যাচেলার কোর্সের পাশাপাশি ১ বছরের ডিপ্লোমা কোর্সের সুযোগও রয়েছে। খরচ মোটামুটি ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।

Diploma Courses: উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করলে জীবনভর মোটা আয়, রইল
  • 7/9

ফটোগ্রাফি: বর্তমানে সোশ্যাল মিডিয়া নির্ভর দুনিয়ায় ভাল ছবি, ভিডিওর চাহিদা আকাশছোঁয়া! ফটোগ্রাফি শিখে বিভিন্ন ইভেন্টে, অনুষ্ঠানে ফটোগ্রাফির সুযোগের পাশাপাশি সংবাদমাধ্যমেও কাজের সুযোগ রয়েছে। অনলাইন ও অফলাইনে ফটোগ্রাফিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সের অসংখ্য বিকল্প রয়েছে। ৬ মাস থেকে ২ বছরের কোর্সের খরচ ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। তবে এ ক্ষেত্রে নিজের একটা ভাল ক্যামেরা থাকা প্রয়োজন।

Advertisement
Diploma Courses: উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করলে জীবনভর মোটা আয়, রইল
  • 8/9

ইভেন্ট ম্যানেজমেন্ট: বিয়েবাড়ি থেকে কর্পোরেট পার্টি— ইদানীং এ সব কিছুতেই সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে ইভেন্ট ম্যানেজমেন্টের প্রয়োজন বেড়েছে। ফলে চাহিদা বেড়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্স করা দক্ষ ছেলে-মেয়েদের। এই বিষয়টিতে একাধিক সরকার স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমেও ডিপ্লোমা করা যায়। কোর্সের মেয়াদ ১ থেকে ২ বছর, খরচ ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত।

Diploma Courses: উচ্চমাধ্যমিকের পর এই ডিপ্লোমা কোর্সগুলি করলে জীবনভর মোটা আয়, রইল
  • 9/9

নার্সিং: পেশা হিসাবে নার্সিং-এর প্রচুর চাহিদা। এই নার্সিং-এর পেশায় দক্ষ হতে চাইলে উচ্চ মাধ্যমিকের পর প্রথাগত শিক্ষায় না গিয়ে নার্সিং নিয়েই আলাদা ভাবে পড়া যায়। সাধারণত তিন থেকে চার বছরের হয় এই নার্সিং-এর কোর্স। নার্সিং-এ ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রিও পাওয়া যায়। কেউ চাইলে এক বছরের সার্টিফিকেট কোর্স বা দু’ বছরের ডিপ্লোমা কোর্সও করতে পারেন। নার্সিং পড়ার খরচ মোটামুটি ২৫,০০০ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত।

Advertisement