scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Government Jobs Vacancy 2022 : সরকারি চাকরিতে বিভিন্ন পদে নিয়োগ, বেতন ২ লক্ষেরও বেশি

প্রতীকী ছবি
  • 1/7

সরকারি চাকরির খোঁজ করছেন যাঁরা তাঁদের জন্য সুখবর। বিভিন্ন পদে নিয়োগ করছে Inland Waterways Authority of India (IWAI)। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২২। 

প্রতীকী ছবি
  • 2/7

Inland Waterways Authority of India : পদের বিবরণ
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৪টি পদে হবে নিয়োগ। ডেপুটি ডিরেক্টর থেকে স্টেনোগ্রাফার পর্যন্ত, বিভিন্ন পদ ফাঁকা রয়েছে। শূন্যপদের মধ্যে রয়েছে ডেপুটি ডিরেক্টর (ফিন্যান্স ও অ্যাকাউন্টস)-এর দুটি পদও। এছাড়া, ইডিপি অ্যাসিস্ট্যান্ট পদে ১ জন, জুনিয়র হাইড্রোগ্রাফিক্স সার্ভেয়ার পদে ৩ জন, স্টেনোগ্রাফার পদে ৪ জন এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৪ জনকে নিয়োগ করা হবে। 
 

প্রতীকী ছবি
  • 3/7

Inland Waterways Authority of India : যোগ্যতা
বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের যোগ্যতা প্রয়োজন। এর জন্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

Inland Waterways Authority of India : বয়স 
ডেপুটি ডিরেক্টর (ফিন্যান্স ও অ্যাকাউন্টস) - সর্বোচ্চ বয়স ৪০ বছর
ইডিপি অ্যাসিস্ট্যান্ট - সর্বোচ্চ বয়স ৩৫ বছর
জুনিয়র হাইড্রোগ্রাফিক্স সার্ভেয়ার - সর্বোচ্চ বয়স ৩০
স্টেনোগ্রাফার - সর্বোচ্চ বয়স ২৭ বছর
লোয়ার ডিভিশন ক্লার্ক - সর্বোচ্চ বয়স ২৭ বছর

প্রতীকী ছবি
  • 5/7

Inland Waterways Authority of India : আবেদন শুল্ক

পদগুলিতে আবেদনের জন্য সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা করে ফি দিতে হবে। আর অন্যান্য প্রার্থীদের দিতে হবে ২০০ টাকা করে ফি। 

আরও পড়ুন - রাশি বদলাচ্ছে শুক্র, ডিসেম্বরের শুরুতেই সৌভাগ্য ধরা দেবে ৫ রাশির জীবনে

প্রতীকী ছবি
  • 6/7

Inland Waterways Authority of India : বেতন 
ডেপুটি ডিরেক্টর (ফিন্যান্স ও অ্যাকাউন্টস) - ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ টাকা
ইডিপি অ্যাসিস্ট্যান্ট - সর্বোচ্চ বয়স ৩৫ বছর - ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা
জুনিয়র হাইড্রোগ্রাফিক্স সার্ভেয়ার - ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা
স্টেনোগ্রাফার - ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা
লোয়ার ডিভিশন ক্লার্ক - ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা

প্রতীকী ছবি
  • 7/7

Inland Waterways Authority of India : এভাবে করুন আবেদন
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের iwai.nic.in-এ গিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়তে এখানে ক্লিক করুন। 

Advertisement