১৩৯টি শূন্যপদে নার্সিং অফিসার, এক্স-রে টেকনিশিয়ান ও রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্ত জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে (JIPMER)।
নিয়োগ করা হবে গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে। চলুন এই নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শেষ দিন, আবেদনের ফি সক্রান্ত যাবতীয় তথ্য সবিস্তারে জেনে নেওয়া যাক...
রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান: মোট শূন্যপদের সংখ্যা ২টি। মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজির বিএসসি ডিগ্রি থাকা প্রার্থীরা অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারেন।
এ ছাড়াও রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের আবেদনকারীদের কম্পিউটার সফটওয়্যার হ্যান্ডেলিংয়ের কাজে ১ বছরের ট্রেনিং করা থাকতে হবে। প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। এই পদের মূল মাসিক বেতন ২৯,২০০ টাকা।
এক্স-রে টেকনিশিয়ান (রেডিও-ডায়াগনসিস): মোট শূন্যপদের সংখ্যা ৬টি। রেডিওগ্রাফি অথবা মেডিক্যাল ইমেজিং টেকনোলজি বা সমতুল্য কোনও ৩ বছরের কোর্সে বিএসসি ডিগ্রি থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। এছড়াও, প্রার্থীদের রেডিও-ডায়াগনসিস ইক্যুপমেন্ট অপারেটিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। এই পদের মূল মাসিক বেতন ৩৫,৪০০ টাকা।
এক্স-রে টেকনিশিয়ান (রেডিওথেরাপি): মোট শূন্যপদের সংখ্যা ৩টি। রেডিয়েশন টেকনোলজি অথবা রেডিওথেরাপি টেকনোলজির বিএসসি ডিগ্রি থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। এছড়াও, প্রার্থীদের এইআরবি ই-লোরা রেজিস্ট্রেশন সহ রেডিওথেরাপি ইক্যুপমেন্ট অপারেটিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই। আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। এই পদের মূল মাসিক বেতন ৩৫,৪০০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্ট, স্কিল টেস্ট (নার্সিং অফিসার পদের ক্ষেত্রে), নথিপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে ৪ সেপ্টেম্বর। ২৫ অগাস্ট থেকে পরীক্ষার হলের টিকিট ডাউনলোড করতে পারবেন।
এই নিয়োগের আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে ২১ জুলাই থেকে, চলবে ১১ অগাস্ট পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে https:://www.jipmer.edu.in ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের ফি বাবদ ১,৫০০ টাকা জমা দিতে হবে। তফশিলি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ১,২০০ টাকা। শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না। এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন উল্লেখিত ওয়েবসাইটে।