আপনি কি মাধ্যমিক বা সমতুল্য কোনও বোর্ডের পরীক্ষায় পাশ? আপনার বয়স কি ৩০ বছরের মধ্যে? তাহলে মাসে অন্তত ৩৭,৫০০ টাকা বেতনের চাকরি করার সুযোগ রয়েছে আপনার সামনে!
ওয়ার্ক পার্সন (গ্রেড-সেভেন) পদে ১৪৬ জন কর্মী নিয়োগ করছে অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Ltd)। ইচেছুক প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
সিভিল, কেমিক্যাল, কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি ডিসিপ্লিনে সব মিলিয়ে মোট ১৪৬টি শূন্যপদে ওয়ার্ক পার্সন (গ্রেড-সেভেন) নিয়োগ করা হচ্ছে।
উল্লেখিত সকল ডিসিপ্লিনেই ওয়ার্ক পার্সন (গ্রেড-সেভেন) নিয়োগ করা হবে অসমের ইউনিটের জন্য। এই নিয়োগের প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তির টেস্টের (সিবিটি) মাধ্যমে।
আবেদনকারীর বয়সসীমা ও বেতন: আবেদনকারীদের বয়স ৯ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের মাসিক বেতন ৩৭,৫০০ টাকা থেকে ১,৪৫,০০০ টাকা।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের সরকার স্বীকৃত যে কোনও বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য কোনও বোর্ডের পরীক্ষায় পাশ হওয়া চাই।
ওয়ার্ক পার্সন (গ্রেড-সেভেন) পদের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ৩ বছরের ডিপ্লোমার সংশাপত্র থাকতে হবে।
আবেদনের ফি: জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। তফশিলি জাতি-উপজাতি, আর্থিক ভাবে দুর্বল, প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী প্রার্থীদের এই ফি দিতে হবে না।