RRB Group D 2021 Exam Date, Admit Card Latest Update: আরআরবি গ্রুপ ডি পরীক্ষা (RRB Group D 2021 Exam)-র জন্য অপেক্ষার শেষ হতে চলল বলে। বেরওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) খুব তাড়াতাড়ি আরআরবি গ্রুপ ডি ২০২১ পরীক্ষার জন্য নিজেদের ওয়েবসাইটে এ ব্যাপার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।
এই পরীক্ষা (RRB Group D 2021 Exam)-র জন্য ১ কোটির বেশি প্রার্থী আবেদন করেছিলেন। আর তাই মনে করা হচ্ছে এই পরীক্ষা বেশ কয়েকটি ধাপে নেওয়া হবে।
পরীক্ষা (RRB Group D 2021 Exam)-র সময়ের ব্য়াপারে সরকারি ওয়েবসাইট rrbcdq.gov.in সহ রিজিওনাল রেলওয়ে সাইটেও পাওয়া যাবে।
যে সব প্রার্থীর পরীক্ষা প্রথম ধাপে হবে, তাঁদের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর এবং ইমেলে সে ব্য়াপারে জানিয়ে দেওয়া হবে।
এই পরীক্ষা (RRB Group D 2021 Exam)-র শহর এবং কেন্দ্রের ব্যাপারে ১০ দিন আগে থেকে জানিয়ে দেওয়া হবে। ফলে তাঁরা যাতে সময় পাবেন।
অন্যদিকে, অ্য়াডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার ৪ দিন আগে। এ কথা বলার অপেক্ষা রাখে না সেই অ্য়াডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষার্থীদের হাজির হতে হবে পরীক্ষা কেন্দ্রে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা (RRB Group D 2021 Exam)-র দিনক্ষণ ঘোষণা করেনি। তবে মনে করা হচ্ছে, নভেম্বরের শেষ সপ্তাহে এই পরীক্ষা সংক্রান্ত কোনও নোটিশ দেওয়া হতে পারে।
কোনও প্রার্থীকে ডাকের মাধ্যমে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। অনলাইন অ্যাডমিট কার্ড নিয়ে তাঁদের পরীক্ষা কেন্দ্রে হাজির হতে হবে।