দীর্ঘ ৭ বছরের প্রতিক্ষার অবসান হতে চলেছে আগামিকাল। কারণ, বুধবার থেকে শুরু হচ্ছে রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary TET) তৎপর কমিশন।
আগামিকাল, বুধবার থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই এবং ইন্টারভিউ চলবে। ২০১৪ সালে প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (Primary TET)-এ ভুল প্রশ্নের জন্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন হাজারখানেক প্রার্থী। তাঁদেরই অনেকে এবার সুযোগ পেতে চলেছেন।
গতকালই ২০১৪ সালের প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (Primary TET)-এর ৭৩৮ জনের প্রশ্ন ভুল মামলার লিষ্ট প্রকাশিত হয়েছে।
রাজ্যে প্রাথমিকে ১৬,৫০০ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীদের প্রথম ধাপে ৪৭৪ জন শিক্ষককে নিয়োগের পরে এবার আরও ৭৩৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।
২০১৪ সালে প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (Primary TET)-এ ভুল প্রশ্নের জন্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন হাজারখানেক প্রার্থী। এ নিয়ে মামলা হলে আদালতের নির্দেশে বিশেষজ্ঞ কমিটি TET-এর প্রশ্ন খতিয়ে দেখে ভুল নিশ্চিত করে।
২০১৪ সালে প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (Primary TET)-এ ভুল প্রশ্নের ওই মামলার তালিকা সোমবার প্রকাশিত হওয়ার পর আগামিকাল, বুধবার থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ চলবে।
কলকাতা ডিপিএসসি অফিসে লিস্টে প্রকাশিত ডেট, সময় ও টেবিল অনুসারে মামলাকারীদের স্ক্রুটিনি, ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারভিউ, অ্যাপটিটুড টেস্ট হবে।