scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Railway Recruitment 2022 : মাধ্যমিক পাশেই রেলে লোভনীয় চাকরি, আবেদন কাল বিকেল পর্যন্ত; রইল লিঙ্ক

প্রতীকী ছবি
  • 1/9

রেলে চাকরি করেত চান যাঁরা, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন রিজিয়নে নিয়োগ করছে রেল। দশম ও দ্বাদশ শ্রেণি পাশ ও আইটিআই সার্টিফিকেট থাকলে করা যাবে আবেদন। মোট ৩,৭৬৩টি পদে হবে নিয়োগ। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। 

প্রতীকী ছবি
  • 2/9

Railway SR Apprentice Recruitment 2022
মোট শূন্যপদ - ৩,১৫০
আবেদনের শেষ তারিখ - ৩১ অক্টোবর 

আবেদন করতে এখানে ক্লিক করুন

প্রতীকী ছবি
  • 3/9

কারা আবেদন করতে পারবেন?
ফ্রেশার্স অ্যাপ্রেন্টিস পোস্টে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক না উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া দশম শ্রেণির পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হব ১৫ থেকে ২৪-এর মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।  

Advertisement
প্রতীকী ছবি
  • 4/9

RRC Railway Vacancy 2022
স্টেনোগ্রাফার - ৮টি শূন্যপদ
সিনিয়র কমল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক - ১৫৪টি শূন্যপদ
গুডস গার্ড - ৪৬টি শূন্যপদ
স্টেশন মাস্টার - ৭৫টি পদ
জুনিয়ার অ্যাকাউন্টস অ্যাসিস্ট্য়ান্ট - ১৫০টি শূন্যপদ
জুনিয়র কমল ক্লার্ক-সহ টিকট ক্লার্ক - ১২৬টি শূন্যপদ
অ্যাকাউন্টস ক্লার্ক - ৩৭টি শূন্যপদ
মোট শূন্যপদ - ৫৯৬
 

প্রতীকী ছবি
  • 5/9

এর জন্য অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর ২০২২ পর্যন্ত। 

আবেদনের জন্য এখানে ক্লিক করুন। 

প্রতীকী ছবি
  • 6/9

কারা আবেদন করতে পারবেন?
ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। ১ জানুয়ারি ২০২৩-এর হিসেবে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৪২ বছর। তবে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর এবং এসসি-এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪৭ বছর। 
 

প্রতীকী ছবি
  • 7/9

Southern Railway Recruitment 2022 
দক্ষিণ রেলওয়েতে লেভেল ১ এবং ২-এ স্কাউটস এবং গাইড কোটায় মোট ১৭টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে লেভেল ১-এ ১৪টি এবং লেভেল ২-এ ৩টি শূন্যপদ রয়েছে। অনলাইন আবেদনের শেষ তারিখ ৮ নভেম্বর ২০২২। 
 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/9

কারা আবেদন করতে পারবেন?
লেবেল ১ - প্রার্থীদের দশম শ্রেণী বা আইটিআই কিংবা এনসিভিটি দ্বারা প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্রান্টডেট থেকে শংসাপত্র থাকতে হবে। লেভেল - ২ কোনও স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ দ্বাদশ শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাশ থাকতে হবে। এ ছাড়াও টেকনিশিয়ান ক্যাটাগরিতে ডিপ্লোমা থাকতে হবে।  

প্রতীকী ছবি
  • 9/9

বয়সসীমা 
লেভেল ১-এর জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আর লেভেল ২-এর জন্য বয়সের ঊর্ধ্বতম হতে হবে ৩৩ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়া পাবেন। 

আরও পড়ুনমিডিয়া ট্রায়ালের অভিযোগে সরব মমতা, বিচারপতিদের সামনেই বললেন...

Advertisement