রেলে চাকরি করেত চান যাঁরা, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন রিজিয়নে নিয়োগ করছে রেল। দশম ও দ্বাদশ শ্রেণি পাশ ও আইটিআই সার্টিফিকেট থাকলে করা যাবে আবেদন। মোট ৩,৭৬৩টি পদে হবে নিয়োগ। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
Railway SR Apprentice Recruitment 2022
মোট শূন্যপদ - ৩,১৫০
আবেদনের শেষ তারিখ - ৩১ অক্টোবর
আবেদন করতে এখানে ক্লিক করুন।
কারা আবেদন করতে পারবেন?
ফ্রেশার্স অ্যাপ্রেন্টিস পোস্টে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক না উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া দশম শ্রেণির পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হব ১৫ থেকে ২৪-এর মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
RRC Railway Vacancy 2022
স্টেনোগ্রাফার - ৮টি শূন্যপদ
সিনিয়র কমল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক - ১৫৪টি শূন্যপদ
গুডস গার্ড - ৪৬টি শূন্যপদ
স্টেশন মাস্টার - ৭৫টি পদ
জুনিয়ার অ্যাকাউন্টস অ্যাসিস্ট্য়ান্ট - ১৫০টি শূন্যপদ
জুনিয়র কমল ক্লার্ক-সহ টিকট ক্লার্ক - ১২৬টি শূন্যপদ
অ্যাকাউন্টস ক্লার্ক - ৩৭টি শূন্যপদ
মোট শূন্যপদ - ৫৯৬
এর জন্য অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর ২০২২ পর্যন্ত।
আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
কারা আবেদন করতে পারবেন?
ইচ্ছুক প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। ১ জানুয়ারি ২০২৩-এর হিসেবে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৪২ বছর। তবে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর এবং এসসি-এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪৭ বছর।
Southern Railway Recruitment 2022
দক্ষিণ রেলওয়েতে লেভেল ১ এবং ২-এ স্কাউটস এবং গাইড কোটায় মোট ১৭টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে লেভেল ১-এ ১৪টি এবং লেভেল ২-এ ৩টি শূন্যপদ রয়েছে। অনলাইন আবেদনের শেষ তারিখ ৮ নভেম্বর ২০২২।
কারা আবেদন করতে পারবেন?
লেবেল ১ - প্রার্থীদের দশম শ্রেণী বা আইটিআই কিংবা এনসিভিটি দ্বারা প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্রান্টডেট থেকে শংসাপত্র থাকতে হবে। লেভেল - ২ কোনও স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ দ্বাদশ শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাশ থাকতে হবে। এ ছাড়াও টেকনিশিয়ান ক্যাটাগরিতে ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা
লেভেল ১-এর জন্য চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আর লেভেল ২-এর জন্য বয়সের ঊর্ধ্বতম হতে হবে ৩৩ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়া পাবেন।
আরও পড়ুন - মিডিয়া ট্রায়ালের অভিযোগে সরব মমতা, বিচারপতিদের সামনেই বললেন...