scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

RRB Group D Result 2022 : রেলের গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট, কীভাবে দেখবেন? রইল লিঙ্ক

প্রতীকী ছবি
  • 1/6

খুব শীঘ্রই গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ (RRB Group D result) করতে চলেছে রেলওয়ে নিয়োগ বোর্ড বা RRB। মিডিয়া রিপোর্ট অনুসারে, আরআরবি আগামী সপ্তাহের মধ্যেই গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারে।

প্রতীকী ছবি
  • 2/6

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in এবং অন্যান্য আঞ্চলিক ওয়েবসাইটগুলিতে গিয়ে ফলাফল পরীক্ষা করতে হবে।

প্রতীকী ছবি
  • 3/6

যদিও এখন পর্যন্ত আরআরবি-র পক্ষ থেকে এই বিষয়ে কোনও অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। তবে রিপোর্টে বলা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে ফল।

Advertisement
প্রতীকী ছবি
  • 4/6

প্রসঙ্গত, গত ১৭ অগাস্ট থেকে ১৮ অক্টোবর ২০২২-এর মধ্যে পরিচালিত হয় RRB গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা। প্রার্থীরা নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
 

প্রতীকী ছবি
  • 5/6

কীভাবে দেখবেন ফলাফল
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in-এ যান।
এবার হোমপেজে দেওয়া RRB গ্রুপ ডি রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন।
এর পরে একটি নতুন পেজ খুলবে, যেখানে প্রয়োজনীয় তথ্য দিন এবং সাবমিট করুন।
এরপরেই পর্দায় রেজাল্ট ফুটে উঠবে। 

প্রতীকী ছবি
  • 6/6

এই সংক্রান্ত আরও তথ্যের জন্য রেলের ওয়াবসাইটে চোখ রাখতে পারেন।

 

আরও পড়ুনমাধ্যমিক পাশেই রেলে লোভনীয় চাকরি, আবেদন কাল বিকেল পর্যন্ত; রইল লিঙ্ক

Advertisement