এবার স্বাস্থ্যক্ষেত্রে চাকরির সুবর্ণ সুযোগ। SAIL-এর দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ডিএসপি হাসপাতালে মোট ৭৩ জন নার্স ও ফার্মাসিস্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (SAIL DSP Hospital Recruitment 2023)। নিয়োগ হবে ৬০০ শয্যা বিশিষ্ট মাল্টি-স্পেশালিটি ডিএসপি হাসপাতালে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল সেইল দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
নার্সদের জন্য শিক্ষাগত যোগ্যতা - নার্স পদে আবেদনের জন্য B.Sc. (নার্সিং) ও সরকার থেকে জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) প্রয়োজন। পাশাপাশি নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীর।
ফার্মাসিস্ট পদের জন্য - এই পদে চাকরি পেতে আবেদনকারীদের ফার্মাসিতে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি/ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ফার্মাসি কাউন্সিলে রেজিস্ট্রশন সার্টিফিকেটও দেখাতে হবে।
বয়সসীমা - এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
আরও পড়ুন - ডুমুর খেতে ভালবাসেন? কিন্তু এভাবে খেলেই মহাবিপদ
নির্বাচন প্রক্রিয়া - সেইল এর নির্বাচন প্রক্রিয়া শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের কর্মক্ষমতা বিচার করে করা হবে। প্রার্থীদের অনলাইন/অফলাইন ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ ও স্থান যথাসময়ে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
নার্স পদে ইন্টারভিউয়ের তারিখ - ১৩.০৬.২০২৩ থেকে ১৫.০৬.২০২৩
ফার্মাসিস্ট পদে ইন্টারভিউয়ের তারিখ - ২০.০৬.২০২৩ থেকে ২১.০৬.২০২৩