Advertisement
শিক্ষা-দীক্ষা

Cyber Security Course: এই কোর্সে করেই হোন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, কোটিতে কামাবেন

সাইবার নিরাপত্তা
  • 1/7

ডিজিটাল জালিয়াতির দৌরাত্ম্য যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের চাহিদা। ব্যাঙ্কিং থেকে ই-কমার্স কর্পোরেট দুনিয়া এখন নিজেদের তথ্যভাণ্ডার সুরক্ষিত রাখতে মরিয়া। ফলে নতুন নিয়োগে জোর দিচ্ছে সংস্থাগুলি। বিশেষজ্ঞদের মতে, ১২ পাশের পরই সঠিক কোর্স করলে কয়েক বছরের মধ্যেই পাঁচ-ছয় অঙ্কের বেতনে চাকরি পাওয়া সম্ভব।

সাইবার নিরাপত্তা
  • 2/7

সাইবার সিকিউরিটিতে ঢোকার প্রথম ধাপই হল স্নাতক স্তরের পড়াশোনা। ১২-র পর BCA, BTech Computer Science/IT, BSc IT বা BSc Cybersecurity, এসব কোর্সই সবচেয়ে জনপ্রিয়। তিন থেকে চার বছরের এই কোর্সে নেটওয়ার্কিং, ডেটা সিকিউরিটি, কোডিং, ফায়ারওয়াল ম্যানেজমেন্ট ইত্যাদি শেখানো হয়। ভবিষ্যতের চাকরির ভিত্তি এখান থেকেই তৈরি হয়।

সাইবার নিরাপত্তা
  • 3/7

উচ্চতর পড়াশোনায় আরও বিস্তৃত সুযোগ খুলে যায়। MTech বা MSc Cybersecurity ছাড়াও PG Diploma in Ethical Hacking অনেকেই বেছে নিচ্ছেন। একই সঙ্গে আন্তর্জাতিক সার্টিফিকেশন, CompTIA Security+, CEH, CISSP কিংবা CISM. এই যোগ্যতাগুলি চাকরির বাজারে ছাত্রছাত্রীদের আলাদা জায়গা করে দেয়। কোর্সভেদে ফি ১০ হাজার থেকে ৮ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করে।

Advertisement
সাইবার নিরাপত্তা
  • 4/7

চাকরির ক্ষেত্রও বৈচিত্র্যময়। Ethical Hacker, Security Architect, Information Security Officer, SOC Analyst, Network Security Engineer, এই পাঁচ-ছয় ধরনের ভূমিকায় দ্রুত নিয়োগ করা হচ্ছে। সংস্থাগুলি এখন AI-সমৃদ্ধ সিকিউরিটি সিস্টেম চালু করছে, আর সেই কারণেই ২০২৬ সালে এই সেক্টরে নিয়োগ আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাইবার নিরাপত্তা
  • 5/7

বেতনের দিক থেকেও সাইবার নিরাপত্তা পেশা অত্যন্ত লাভজনক। নতুনরা বছরে গড়ে ৪ থেকে ৮ লক্ষ টাকার প্যাকেজ পান। অভিজ্ঞতা বাড়লে তিন-পাঁচ বছরের মধ্যেই ১০-২০ লক্ষ টাকায় পৌঁছে যায় বেতন। সিনিয়র পোস্টে বছরে ২৫ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ওঠে। বিদেশে আবার এই পেশায় বছরে ১.৫ লক্ষ ডলার পর্যন্ত বেতন পাওয়া যায়।

সাইবার নিরাপত্তা
  • 6/7

ভারতে সাইবার অপরাধের বাড়বাড়ন্তও এই চাহিদা বাড়িয়ে দিয়েছে। সরকারি রিপোর্ট বলছে, গত পাঁচ বছরে ৬০০-র বেশি সরকারি সাইটে হামলা চালিয়েছেন হ্যাকাররা। ফলে সরকারি দপ্তর থেকে বেসরকারি সংস্থা, সকলেই চাইছেন দক্ষ সাইবার বিশেষজ্ঞ, যারা ডেটা লিক বা হ্যাকিং-এর আগেই বিপদ সামলে ফেলতে পারবেন।

 

সাইবার নিরাপত্তা
  • 7/7

ডিজিটাল ইন্ডাস্ট্রি যত বাড়ছে, সাইবার নিরাপত্তার চাকরিও তত বাড়ছে। তাই কর্পোরেট আইটি, ফিনটেক, ব্যাঙ্কিং, টেলিকম, হেলথটেক, প্রায় সব ক্ষেত্রেই সাইবার সিকিউরিটি ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী ক্যারিয়ার বলে মনে করছেন বিশারদরা। প্রযুক্তিনির্ভর আগামী দিনে এই পেশা আরও স্থায়ী, নিরাপদ এবং উচ্চ আয়ের নিশ্চয়তা দেবে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের।

Advertisement