scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

PHOTOS : স্কুল-কলেজ বন্ধ থাকার প্রতিবাদে SFI-এর 'বিকল্প ক্লাসরুম'!

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk one
  • 1/16

স্কুল-কলেজ বন্ধ থাকার প্রতিবাদে ফের পথে নামল এসএফআই (SFI)।

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk two
  • 2/16

তারা (SFI) আয়োজন করেছিল 'বিকল্প ক্লাসরুম'এর।

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk three
  • 3/16

যেখানে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পড়ুয়ারা রাস্তায় বসে লেখাপড়া করল পড়ুয়ারা।

Advertisement
SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk four
  • 4/16

স্কুল থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্য়ালয়ের সামনে, মাঝ রাস্তায় চলে খোলা ক্লাস।

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk five
  • 5/16

কাপড়-চট-প্লাস্টিক পেতে শুরু হয়ে যায় ক্লাস। বিভিন্ন বিষয়ে লেখাপড়া করা হয়।

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk six
  • 6/16

খোলা আকাশের নীচে পড়াশোনা করা হয়।

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk seven
  • 7/16

অবিলম্বে রাজ্যে স্কুল-কলেজ খুলতে হবে। এই দাবিতে বেশ কয়েকটি কর্মসূচির কথা ঘোষণা করেছিল তারা।

Advertisement
SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk eight
  • 8/16

ডিজিটাল উপায়ে লেখাপড়া নিয়ে তারা আপত্তি জানিয়েছিল।

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk nine
  • 9/16

তাদের দাবি, অনেকেরই সেই ব্যবস্থায় লেখাপড়ার করার আর্থিক সামর্থ্য নেই।

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk ten
  • 10/16

তাই ক্লাস চালু করতে হবে। 

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk eleven
  • 11/16

স্কুল-কলেজ চালু করতে হবে।

Advertisement
SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk twelve
  • 12/16

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর পর স্কুল-কলেজ খুলতে পারে সরকার।

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk one two
  • 13/16

স্কুল-কলেজ খোলার দাবিতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে এসএফআই (SFI)। এর আগে ৪ আগস্ট কলকাতার কলেজ স্ট্রিটে পাবলিক কনভেনশনের ডাক দিয়েছিল। ৫ আগস্ট মিছিল, পথসভা করেছিল। ৬-১০ আগস্ট চলে সই সংগ্রহ। ১১ তারিখ প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk one three
  • 14/16

দিন কয়েক আগে সংগঠনের রাজ্য কমিটির দফতরে সাংবাদিক বৈঠক করে এসএফআই। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাাচার্য। তাঁর অভিযোগ, বিজেপির সঙ্গে তৃণমূলের কোনও পার্থক্য নেই। গত দেড় বছরে একাধিক বার হোটেল, বার, রেস্তোঁরা খোলা বন্ধ হয়েছে। এর মাঝে ভোট হয়ে গিয়েছে। সরকার যেন বলে দিচ্ছে, স্মার্টফোন থাকে, ডেটা খরচ বহনের ক্ষমতা থাকে, তবেই তুমি শিক্ষা পাবে। তিনি বলেন, "যাবতীয় মোচ্ছব চলবে। কিন্তু স্কুল-কলেজ খোলা যাবে না। না খোলার কোনও যৌক্তিকতা আমরা দেখতে পারছি না।" তাঁর কটাক্ষ, অনলাইন লেখাপড়া সংস্থার সঙ্গে কোনও চুক্তি হয়েছিল কিনা জানি না! ডিজিটাল বিভাজনের শিকার হচ্ছে পড়ুয়ারা। রাজ্যজুড়ে অন্তত এক হাজার জায়গায় বসে পড়বে এসএফআই। সৃজন জানান, রাস্তা আটকে পড়ুয়ারা বসে পড়বে। সাহায্য করবেন শিক্ষকরা। প্রতীকী প্রতিবাদ করব। ওপেন ক্লাস রুম হবে।

SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk one three
  • 15/16

সৃজন ভট্টাচার্য দাবি করেছিলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৩ পড়ুয়াকে অন্যায় ভাবে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের সাসপেনশন বেড়েই চলেছে। রূপা চক্রবর্তী, ফাল্গুনি পান এবং সোমনাথ সৌয়ের লেখাপড়া, জীবন ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। তৃতীয় দফার জন্য সাসপেন্ড করা হয়েছে। তিনি আরও দাবি করেন, তাঁদের ৯ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তদন্ত কমিটি গা করছে। সাসপেনশন তুলতে হবে। মিথ্যে অভিযোগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

Advertisement
SFI slams TMC Government demands immediate reopening of education institutes abk one four
  • 16/16

তাঁর হুঁশিয়ারি, উপাচার্যের বাড়ি ঘেরাও করা হবে দরকার হলে। অনিদিষ্ট কালের জন্য উপাচার্যের বাড়ির সামনে বসে পড়তে বাধ্য হবেন সেখানকার পড়ুয়ারা। তিনি বেরোতে পারবেন না, বাজার করতে যেতে পারবেন না। ব্যাঙ্কে যেতে পারবেন না। পরিণাম ভাল হবে না।

Advertisement