scorecardresearch
 
Advertisement
উত্তরবঙ্গ

রাজ্যের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ সরকারি স্কুল পরিদর্শকদের

স্কুল পরিদর্শকদের ক্ষোভ
  • 1/7

রাজ্যের শিক্ষা পরিকাঠামোতেও উত্তরবঙ্গ বঞ্চিত বলে অভিযোগ তুললেন খোদ সরকারি স্কুল পরিদর্শকরা। স্কুল পরিদর্শকদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্কুল পরিদর্শকদের হয়রানি মূলক বদলি বন্ধ করতে হবে। সেই সাথে স্কুল পরিদর্শকদের বেতন কাঠামোর পরিবর্তন, স্কুল পরিদর্শকদের বদলির জোন বৃদ্ধি,শিক্ষা ক্ষেত্রে প্রশাসনিক সার্কেলের বৃদ্ধি, এবং অবিলম্বে স্কুল খোলার ব্যাবস্থা করার দাবি তুলেছেন স্কুল পরিদর্শক মহল।

 

স্কুল পরিদর্শকদের ক্ষোভ
  • 2/7

শনিবার আলিপুরদুয়ার জেলা শাখার দ্বিবার্ষিক জেলা সম্মেলন হয়। সেখানেই রাজ্য সরকারের শিক্ষা পরিকাঠামো সংস্কারের দাবিতে সরব হন জেলা স্কুল পরিদর্শকদের সংগঠন। এদিনের এই সন্মেলনে জেলার সমস্ত রাজনৈতিক দলের মনোভাবাপন্ন স্কুল পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

স্কুল পরিদর্শকদের ক্ষোভ
  • 3/7

স্কুল পরিদর্শকদের সন্মেলনে হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি তথা প্রাক্তন স্কুল দফতরের ডেপুটি ডাইরেক্টর দিব্যগোপাল ঘটক।
শনিবার স্কুল পরিদর্শকদের সন্মেলনে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী ও  আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামী।

Advertisement
স্কুল পরিদর্শকদের ক্ষোভ
  • 4/7

সংগঠনের রাজ্য সভাপতি দিব্যগোপালবাবুর ভাষণের সময় তৃণমূল কংগ্রেসের নেতাদের সামনেই স্কুল পরিদর্শকদের দাবিতে সরকারের বিরুদ্ধে সরব হন।

স্কুল পরিদর্শকদের ক্ষোভ
  • 5/7

এদিন দিব্য গোপাল ঘটক বলেন, স্কুল পরিদর্শকদের হয়রানির বদলি বন্ধ করতে হবে। একজন ডিআই অনেক প্রধান শিক্ষকের থেকে কম বেতন পান। আমরা দিন রাত কাজ করতে প্রস্তুত রয়েছি এবং এখনও করছি। কিন্তু এটা কোনও যুক্তিতেই মানা যায় না।

স্কুল পরিদর্শকদের ক্ষোভ
  • 6/7

উত্তরকন্যা হয়েছে, কিন্তু উত্তরকন্যায় শিক্ষা প্রশাসনের পেনশন ছাড়া কার্যত আর কোনও কাজ হয় না বলে অভিযোগ করেন দিব্যগোপাল ঘটক। উত্তরকন্যায় শিক্ষা-প্রশাসনের গুরুত্ব ও কাজ বাড়াতে হবে। করোনার সময় সব সরকারি কর্মচারিরা বাড়ির সামনে থাকার সুযোগ পায় আর স্কুল পরিদর্শকদের বেলায় তা হয় না বলে অভিযোগ করেন।

 

স্কুল পরিদর্শকদের ক্ষোভ
  • 7/7

আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ভুমি ও ভুমি সংস্কার দফতরের রাজ্য উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামী বলেন, " স্কুল পরিদর্শকরা শিক্ষকদের মতনই জাতীর মেরুদন্ড তৈরিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। তাদের দাবিগুলোও গুরুত্ব দিয়ে আমাদের সরকার দেখবে।

Advertisement