scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

WB Madhyamik Result 2021: কীভাবে দেখবেন Madhyamik Result, কীভাবে মিলবে মার্কশিট! জেনে নিন

WB Madhyamik 10th Result 2021: কীভাবে দেখবেন Madhyamik Result, কীভাবে মিলবে মার্কশিট!
  • 1/7

সকাল ৯টা থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে Madhyamik ফল প্রকাশ করতে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০টা থেকে ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে।

WB Madhyamik 10th Result 2021: কীভাবে দেখবেন Madhyamik Result, কীভাবে মিলবে মার্কশিট!
  • 2/7

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যেহেতু কোনও পরীক্ষাই হয়নি, তাই গতবারের মতোও এ বারও কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। 

WB Madhyamik 10th Result 2021: কীভাবে দেখবেন Madhyamik Result, কীভাবে মিলবে মার্কশিট!
  • 3/7

পাঁচটি ওয়েবসাইট আর SMS-এর মাধ্যমে নিজেদের Madhyamik-এর ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যে পাঁচটি ওয়েবসাইট থেকে Madhyamik-এর ফলাফল জানা যাবে সেগুলি হল, ক) www.wbbse.wb.gov.in, খ) www.exametc.com, গ) wbresults.nic.in, ঘ) www.results.shiksha আর ঙ) www.indiaresults.com

Advertisement
WB Madhyamik 10th Result 2021: কীভাবে দেখবেন Madhyamik Result, কীভাবে মিলবে মার্কশিট!
  • 4/7

Madhyamik পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার্থীরা অ্যাডমিটকার্ড পাননি। তাই রোল নম্বরও জানা নেই। এই পরিস্থিতিতে Madhyamik পরীক্ষার ফলাফল জানা যাবে কী ভাবে?

WB Madhyamik 10th Result 2021: কীভাবে দেখবেন Madhyamik Result, কীভাবে মিলবে মার্কশিট!
  • 5/7

Madhyamik পরীক্ষার ফলাফল জানতে প্রয়োজন পড়বে পরীক্ষার্থীদের ১০ সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর। ওয়েবসাইটে লগ ইন করে এই ১০ সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর আর জন্ম তারিখ নির্দেশ মতো টাইপ করে অনুসন্ধান করলেই দেখা যাবে Madhyamik পরীক্ষার ফলাফল।

WB Madhyamik 10th Result 2021: কীভাবে দেখবেন Madhyamik Result, কীভাবে মিলবে মার্কশিট!
  • 6/7

'Madhyamik Result 2021' অ্যাপ ডাউনলোড করে অথবা www.exametc.com-এ আগে থেকে মোবাইল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নথিভুক্ত করে রাখলে SMS-এর মাধ্যমেও ফল জানতে পাড়বেন পরীক্ষার্থীরা।

WB Madhyamik 10th Result 2021: কীভাবে দেখবেন Madhyamik Result, কীভাবে মিলবে মার্কশিট!
  • 7/7

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এ বার ছাত্র-ছাত্রীরা মার্কশিটের সঙ্গেই তাঁদের অ্যাডমিট কার্ড পাবেন। মঙ্গলবারই, পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট দিয়ে দেওয়া হবে। স্কুল থেকে এ দিনই মার্কশিট দেওয়া হবে।

Advertisement