scorecardresearch
 
Advertisement
শিক্ষা-দীক্ষা

Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা

Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 1/12

আজ সকাল ৯টা থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে Madhyamik ফল প্রকাশ করতে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০টা থেকে ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে।

Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 2/12

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, যেহেতু কোনও পরীক্ষাই হয়নি, তাই গতবারের মতোও এ বারও কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। 

Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 3/12

পাঁচটি ওয়েবসাইট আর SMS-এর মাধ্যমে নিজেদের Madhyamik-এর ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। যে পাঁচটি ওয়েবসাইট থেকে Madhyamik-এর ফলাফল জানা যাবে সেগুলি হল, ক) www.wbbse.wb.gov.in, খ) www.exametc.com, গ) wbresults.nic.in, ঘ) www.results.shiksha আর ঙ) www.indiaresults.com

Advertisement
Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 4/12

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এ বার ছাত্র-ছাত্রীরা মার্কশিটের সঙ্গেই তাঁদের অ্যাডমিট কার্ড পাবেন। পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট দিয়ে দেওয়া হবে। স্কুল থেকে এ দিনই মার্কশিট দেওয়া হবে। জেনে নিন কোন ৪৯টি ক্যাম্প অফিস থেকে Madhyamik-এর মার্কশিট দেওয়া হবে...

Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 5/12

বর্ধমান, দুর্গাপুর, আসানসোল: রিজিওনাল অফিস, ঈশ্বরচন্দ্র ভবন, তিনকোনিয়া, বর্ধমান সদর, আসানসোল সেন্ট জোসেফ হাই স্কুল, ভিরিঙ্গি টি এন ইনস্টিটিউশন, দুর্গাপুর, কালনা মহারাজা হাইস্কুল, জানকিলাল শিক্ষাসদন কাটোয়া।

Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 6/12

বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া: বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া সদর, বিষ্ণুপুর হাইস্কুল, বীরভূম জেলা স্কুল, সিউড়ি, পুরুলিয়া মিউনিসিপাল ম্যানেজড হাইস্কুল, পুরুলিয়া, খাতড়া কংশাবতি শিশু বিদ্যালয়, বাঁকুড়া, রঘুনাথপুর জিডি ল্যাং ইনস্টিটিউশন, পুরুলিয়া, বোলপুল জেলা স্কুল, রামপুরহাট জে এল বিদ্যাভবন।

Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 7/12

কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ, নিউটাউন কোচবিহার, আলিপুরদুয়ার হাইস্কুল, বীরপারা হাইস্কুল, জলপাইগুড়ি, আনন্দ মডেল হাইস্কুল, জলপাইগুড়ি সদর, শিলিগুড়ি বয়েজ হাইস্কুল, সেন্ট রবার্টস হাইস্কুল, দার্জিলিং, কালিংপং এস ইউ এম ইনস্টিটিউশন।

Advertisement
Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 8/12

রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, ইসলামপুর গার্লস হাইস্কুল, উত্তর দিনাজপুর, বালুরঘাট হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর, বার্লো গার্লস হাইস্কুল, মালদা, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন, মালদা।

Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 9/12

কলকাতা, হাওড়া: ডিরোজিও ভবন, DJ-8, সেক্টর-ll, সল্টলেক সিটি, কলকাতা-৯১, সত্যভামা ইনস্টিটিউশন, রাসবিহারী এভিনিউ, কলকাতা-১৯, বালটিকুড়ি মুক্তারাম দে হাইস্কুল, হাওড়া, বাগনান হাইস্কুল, উলুবেরিয়া।

Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 10/12

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা: বারাসত মহাত্মা গান্ধী মেমো হাইস্কুল, বসিরহাট টাউন স্কুল, বনগাঁ হাইস্কুল, সোদপুর হাইস্কুল, নৈহাটি নরেন্দ্র হাইস্কুল, কামরাবাদ গার্লস হাইস্কুল, সোনারপুর, অক্ষয়নগর আনন্দময়ী বিদ্যানিকেতন, কাকদ্বীপ।

Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 11/12

হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ: আরামবাগ বয়েজ হাইস্কুল, অধ্যাপক জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়, হুগলি সদর, কানাইলাল বিদ্যামন্দির, চন্দননগর, শ্রীরামপুর মিশন গার্লস হাইস্কুল। কৃষ্ণনগর এ ভি হাইস্কুল, নদিয়া, লালগোপাল হাইস্কুল, রানাঘাট, বহরমপুর মহারানী কাশিশ্বরী গার্লস হাইস্কুল, মুর্শিদাবাদ।

Advertisement
Madhyamik Result 2021: আপনার জেলায় কোথা থেকে মাধ্যমিকের মার্কশিট পাবেন? রইল তালিকা
  • 12/12

মেদিনীপুর, খড়গপুর: রিজিওনাল অফিস, কেরানিতলা চক, পশ্চিম মেদিনীপুর, কিশোরনগর শচিন্দ্র শিক্ষাসদন, কাঁথি, পূর্ব মেদিনীপুর, কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর, ঘাটাল বসন্তকুমারি গার্লস হাইস্কুল, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নেতাজী আদর্শ হাইস্কুল, পশ্চিম মেদিনীপুর।

Advertisement