পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধীনস্থ, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
পাবলিক হেলথ ম্যানেজার পদে মোট ৬৭ জনকে নিয়োগ করা হবে। চুক্তি ভিত্তিতে নিযুক্তদের যে কোনও মিউনিসিপ্যালিটি অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, ন্যাশনাল আর্বান হেলথ মিশনের অধীনে কাজ করতে হবে।
ডেন্টাল বা নার্সিংয়ে স্নাতক হলে পাবলিক হেলথ ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারেন। সোশ্যাল সায়েন্সে স্নাতকদের হিউম্যান রিসোর্স অথবা হেলথ কেয়ারে এমবিএ ডিগ্রি থাকলেও এ ক্ষেত্রে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটারে কাজ করার প্রাথমিক পর্যাপ্ত জ্ঞান থাকা জারুরি।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি হেলথ প্রগ্রাম ম্যানেজমেন্ট ফিল্ডে ডিজিজ সার্ভিলেন্স অথবা কমিউনিটি মোবিলাইজেশন অথবা ইন্টার সেক্টোরাল কোলাবোরেশন অথবা আইইসি-বিসিসি অ্যাকটিভিটিস অথবা কোয়ালিটি কন্ট্রোল অথবা মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন-এ অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি, ২০২১ তারিখের হিসাবে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়মে ছাড় আছে। পাবলিক হেলথ ম্যানেজার পদে নিযুক্তদের বেতন মাসে ৩৫,০০০ টাকা।
প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অর্জিত নম্বর ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিক ভাবে বাছাই করা হবে। পরবর্তিতে কম্পিউটার টেস্টের মাধ্যমে। কম্পিউটার টেস্টে প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ পেতে হবে। চূড়ান্ত বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় এবং কম্পিউটার টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, সঙ্গে অভিজ্ঞতাও বিবেচনা করে দেখা হবে।
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের ফি বাবদ প্রার্থীদের ১০০ টাকা করে দিতে হবে (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা)। আবেদনের ফি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে জমা দেওয়া যাবে।