২ বছর পর রাজ্যের কলেজগুলিতে ফের অধ্যক্ষ নিয়োগ করা হবে। এ রাজ্যের প্রায় ৭০-৮০টি কলেজের জন্য অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (WBCSC)।
রাজ্যের কোনও কলেজেই যাতে অধ্যক্ষের পদ ফাঁকা না থাকে, তার জন্য উদ্যোগী হয়েছে উচ্চশিক্ষা দফতর। সে জন্যই শূন্য পদগুলিতে দ্রুত অধ্যক্ষ নিয়োগে প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে।
রাজ্যে এই মুহূর্তে সরকার নিয়ন্ত্রিত কলেজ রয়েছে ৪৫০টি। এর ২০ শতাংশ কলেজের শূন্যপদে অধ্যক্ষ নিয়োগ করা হবে। গতকাল থেকেই অনলাইনে আবেদন করতে পারছেন ইচ্ছুক প্রার্থীরা। এক মাস ধরে অনলাইনে আবেদনপত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া করা যাবে।
ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন (WBCSC)-এর মাধ্যমে বাংলার কলেজগুলিতে সহকারি অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কমিশন এবার অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে একাধিক নিয়মের পরিবর্তন করেছে।
এতদিন অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অ্যাকাডেমিক পারফরম্যান্স-এর উপর গুরুত্ব দেওয়া হতো। মার্চ, ২০২২-এর পরিবর্তিত নিয়মে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর "রিসার্চ স্কোর" দেখা হবে। এর জন্য বরাদ্দ রয়েছে ১১০ নম্বর।
ইউজিসির নিয়ম মেনে এবার আবেদনকারীদের কতগুলি করে গবেষণা, সহ গবেষণা রয়েছে, কতগুলি পাবলিকেশন রয়েছে, এই সংক্রান্ত একাধিক বিষয়কে দেখা হবে। তার জন্য প্রত্যেকটি বিভাগে আলাদা করে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে।
এর জন্য আগামী ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের বয়সসীমা ৪০ বছর থেকে ৫৫ বছর। আবেদন ফি (জেনারেল ক্যাটেগরিতে) ৫,০০০ টাকা।