Advertisement
শিক্ষা-দীক্ষা

Mobile Phone-এর বাংলা কী? অনেকে জ্ঞানীও জানেন না

মোবাইল ফোন ছাড়া জীবন অচল
  • 1/9

মোবাইল ফোন ছাড়া জীবন অচল। এই যন্ত্রের স্ক্রিনে চোখ রেখেই শুরু হয় দিন। আবার এটার দিকে তাকিয়েই রাতে ঘুমাতে যাওয়া হয়।

কিন্তু লোকমুখে বলা মোবাইল শব্দটি আদতে ইংরেজি
  • 2/9

কিন্তু লোকমুখে বলা মোবাইল শব্দটি আদতে ইংরেজি। আর এই শব্দেরই বাংলাটা অনেকের অজানা। এমনকী বহু শিক্ষিতরাই এই বিষয়টার খোঁজ রাখেন না।

আজই মোবাইল ফোনের বাংলা অর্থটা জেনে নিন
  • 3/9

তাই কোনও সময় অপ্রস্তুত হতে না চাইলে, আজই মোবাইল ফোনের বাংলা অর্থটা জেনে নিন। তাহলেই কেউ প্রশ্ন করলে আপনি টুক করে দিয়ে দিতে পারবেন উত্তর। কোনও সমস্যা হবে না।

Advertisement
মোবাইল শব্দটির অর্থ আদতে ভ্রাম্যমান বা চলমান
  • 4/9

মোবাইল শব্দটির অর্থ আদতে ভ্রাম্যমান বা চলমান। এটিই এর অর্থ। তবে এর সঙ্গে যখন ফোন জুড়ে যায়, তখন তার মানে বদলে যায়।

মোবাইল ফোনের বাংলা করলে দাঁড়ায় মুঠোফোন
  • 5/9

মোবাইল ফোনের বাংলা করলে দাঁড়ায় মুঠোফোন। আবার অনেকে এটাকে চলভাষও বলে থাকেন। এই দু'টিই হল মোটের উপর মোবাইল ফোনের অর্থ।

মোবাইল বেশি ব্যবহার ক্ষতিকর
  • 6/9

এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মোবাইল বেশি ব্যবহার ক্ষতিকর। এটার জন্য শরীরে রেডিয়েশন যেতে পারে। যার ফলে বিপদের একটা সামান্য আশঙ্কা থেকেও যায়।

মোবাইলের দিকে দীর্ঘক্ষণ তাকালে চোখের উপর পড়ে চাপ
  • 7/9

এছাড়া মোবাইলের দিকে দীর্ঘক্ষণ তাকালে চোখের উপর পড়ে চাপ। যার ফলে দেখতে সমস্যা হয়। তাই দিনে বেশিটা সময় মোবাইলের দিকে চেয়ে থাকবেন না।

Advertisement
২০ মিনিট অন্তর ২০ সেকেন্ড ধরে ২০ ফিট দূরে তাকান
  • 8/9

চেষ্টা করুন প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ড ধরে ২০ ফিট দূরে তাকানোর। তাতেই সুস্থ থাকবে চোখ। পাওয়ার বাড়বে না। তাই এই নিয়ম মেনে চলা মাস্ট।

এছাড়া চেষ্টা করুন রাতে বিছানার কাছে ফোন না রাখার
  • 9/9

এছাড়া চেষ্টা করুন রাতে বিছানার কাছে ফোন না রাখার। তাহলেই রেডিয়েশনের ভয় আরও কিছুটা কমবে। দেখবেন একাধিক সমস্যার থেকে দূরে থাকতে পারবেন।

Advertisement