scorecardresearch
 

Bank of Baroda Recruitment 2021 : ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার পদে নিয়োগ, রইল নোটিফিকেশন

Bank of Baroda Recruitment 2021: ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)-য় সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (Senior Relationship Manager) এবং ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার (E-Wealth Relationship Manager) পদে নিয়োগ করা হবে।

Advertisement
ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ (প্রতীকী ছবি) ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার পদে চাকরির সুযোগ
  • রাষ্ট্রায়ত্ত এই ব্য়াঙ্কে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ করা হবে
  • যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা সেখানে আবেদন করতে পারেন

Bank of Baroda Recruitment 2021: ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)-য় ম্যানেজার পদে চাকরির সুযোগ। রাষ্ট্রায়ত্ত এই ব্য়াঙ্কে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা সেখানে আবেদন করতে পারেন। 

যাঁরা আবেদন করতে চান, তাঁরা ওই ব্য়াঙ্ক (Bank of Baroda)-এর সরকারি ওয়েবসাইট দেখতে পারেন। সেটি হল bankofbaroda.in। আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে চলতি মাসের ১৯ তারিখ থেকে। আর তার শেষ দিন ০৯ ডিসেম্বর। ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)-র এই পদে ৩৭৬ জনকে নেওয়া হবে। সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (Senior Relationship Manager) এবং ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার (E-Wealth Relationship Manager) পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: রাসায়নিক দিয়ে যৌনাঙ্গ ছেদ! এবার ধর্ষকদের শাস্তি পাকিস্তানে

ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ ২০২১ (Bank of Baroda Recruitment 2021): শূন্যপদের বিবরণ
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (Senior Relationship Manager)- ৩২৬ পদ
ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার (E-Wealth Relationship Manager)- ৫০ পদ

ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ ২০২১ (Bank of Baroda Recruitment 2021): কারা আবেদন করতে পারবেন
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট এখানে আবেদন করতে পারবেন। সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (Senior Relationship Manager) পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৪-৩৫ বছর। আর ই-ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার (E-Wealth Relationship Manager) পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩৫ বছর।

আরও পড়ুন: করোনার ধাক্কা! বেসরকারি ছেড়ে দেশে বাড়ল সরকারি স্কুলে ভর্তির হার

ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ ২০২১ (Bank of Baroda Recruitment 2021): বাছাই প্রক্রিয়া
এখানে (Bank of Baroda) প্রার্থীদের নিয়োগ করা হবে মূলত দু'টি ধাপে। প্রথমটি হল পার্সোনাল ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশন। তারপর নিয়োগ করা হবে। অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের খরচ ৬০০ টাকা। আর সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সেই খরচ ধরা হয়েছে ১০০ টাকা। বাকি সব তথ্য রয়েছে সরকারি নোটিফিকেশনে। 

Advertisement

সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন

 

Advertisement