IBPS (Institute of Banking Personnel Selection)-এর তরফে শিগগিরই সরকারি ব্যাঙ্কগুলিতে প্রবেশনারি অফিসার (PO) নিয়োগ করা হবে। শূন্যপদ প্রায় ৭ হাজার। যে কোনও স্ট্রিমের স্নাতক প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের আজই শেষ সুযোগ। অর্থাৎ ২২ অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে। ব্যাঙ্কে PO হতে আগ্রহী প্রার্থীরা IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে আবেদন করতে পারেন।
এই চাকরির জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের পরীক্ষা নেওয়া হতে পারে অক্টোবর বা নভেম্বরে পরীক্ষা নেওয়া হতে পারে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। চাকরির নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানেই রয়েছে সব বিবরণ। তাই আবেদন করার আগে সেই বিজ্ঞপ্তি একবার পড়ে নিতে পারেন।
বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্যপদ ৬৯৩২। মোট ১১টি ব্যাঙ্কে এই নিয়োগ হবে। এই নিয়োগ ড্রাইভের সঙ্গে জড়িত ব্যাঙ্কগুলোর মধ্যে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে কানাড়া ব্যাঙ্কে। মোট ৬৯৩২ পদের মধ্যে ২৭৯৯ পদ সংরক্ষিত। এর মধ্যে SC বিভাগের জন্য ১০৭১ ও ST বিভাগের অধীনে ৫২০, OBC-দের ১৮৭৬টি এবং EWS-এর জন্য ৬৬৬ টি পদ সংরক্ষিত।
আরও পড়ুন : অর্পিতার টাকার পর সেই আবাসন থেকে উদ্ধার যুবতী চিকিৎসকের দেহ
কারা ও কীভাবে আবেদন করবেন?
ব্যাঙ্ক PO-র পদগুলির জন্য আবেদন করতে, প্রার্থীদের অবশ্যই ভারত সরকার অনুমোদিত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরাও নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।