FB-এ ১.৮ কোটির চাকরি পেলেন বাংলার বিকাশ, নাকচও করেছেন এইসব অফার

ফেসবুক থেকে চাকরির অফার পাওয়ার পর লিঙ্কডিনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিকাশ মণ্ডল। তিনি লেখেন, "আমি অত্যন্ত উত্তেজিত এবং নম্র হয়ে ঘোষণা করছি যে গত কয়েক সপ্তাহ ধরে, আমি মেটা পূর্বে Facebook লন্ডন এবং গুগল লন্ডন থেকে ফুল টাইম অফার পেয়েছি এবং শীঘ্রই একটি বড় জুটিতে যোগদান করব। এটা অনেক দিনের ইচ্ছা ছিল। আমি এই জন্য দুর্দান্ত সুযোগগুলির কাছে অত্যন্ত কৃতজ্ঞ।"

Advertisement
FB-এ ১.৮ কোটির চাকরি পেলেন বাংলার বিকাশ, নাকচও করেছেন এইসব অফারবিকাশ মণ্ডল
হাইলাইটস
  • ফেসবুকে চাকরি বাংলার ছাত্রের
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র
  • ১.৮ কোটি টাকার প্যাকেজ

ফেসবুকে ১.৮ কোটি টাকা প্যাকেজের চাকরির অফার পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) একজন ছাত্র। কম্পিউটার সায়েন্সে চতুর্থ বর্ষের ওই ছাত্রের নাম বিশাখ মণ্ডল। আগামী সেপ্টেম্বরে লন্ডনে উড়ে যাবেন তিনি। 

এ বছর যাদবপুর বিশ্ববদ্যালয় (Jadavpur University) থেকে সর্বোচ্চ প্যাকেজ এটিই। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ জন পড়ুয়া ১ কোটি টাকারও বেশি প্যাকেজ-সহ বিদেশে চাকরি পেয়েছেন।

ফেসবুক থেকে চাকরির অফার পাওয়ার পর লিঙ্কডিনে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বিকাশ মণ্ডল। তিনি লেখেন, "আমি অত্যন্ত উত্তেজিত এবং নম্র হয়ে ঘোষণা করছি যে গত কয়েক সপ্তাহ ধরে, আমি মেটা পূর্বে Facebook লন্ডন এবং গুগল লন্ডন থেকে ফুল টাইম অফার পেয়েছি এবং শীঘ্রই একটি বড় জুটিতে যোগদান করব। এটা অনেক দিনের ইচ্ছা ছিল। আমি এই জন্য দুর্দান্ত সুযোগগুলির কাছে অত্যন্ত কৃতজ্ঞ।"

ওই ছাত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিনি ফেসবুকে কাজ করার জন্য সেপ্টেম্বরে লন্ডনে যাবেন। "আমি মঙ্গলবার রাতে কাজের অফার পেয়েছি। গত দুই বছরে, কোভিড-১৯ মহামারী চলাকালীন, আমি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার এবং আমার পাঠ্যক্রমের অধ্যয়নের বাইরে জ্ঞান সংগ্রহ করার সুযোগ পেয়েছি। এটি আমাকে ইন্টারভিউগুলি ক্র্যাক করতে সাহায্য করেছে।"

বিকাশ বলেন, বেশি বেতনের প্যাকেজের কারণে তিনি গুগল এবং অ্যামাজনের চেয়ে ফেসবুক বেছে নিয়েছেন। যাদবপুরের প্লেসমেন্ট অফিসার সমিতা ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, মহামারীর পর এই প্রথম ছাত্ররা এত বড় সংখ্যক আন্তর্জাতিক অফার পেয়েছে। ওই পড়ুয়ার মা পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তিনি বলেন, ছোটবেলা থেকেই বিকাশ মেধাবী ছাত্র। "এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা অনেক সংগ্রাম করেছি। পড়ালেখা নিয়ে সবসময়ই সিরিয়াস ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পর, সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।"

আরও পড়ুন২২০ থেকে ৭৫ কেজি আদনান সামি, এই ৬ খাবারেই... 

Advertisement

আরও পড়ুন৫ বছর ধরে বিয়ে হচ্ছে না, শহরজুড়ে পোস্টার দিলেন যুবক; কী লেখা জানেন?


 

POST A COMMENT
Advertisement