CLAT 2022-23 Dates Announced : ক্ল্যাট-এর দিনক্ষণ ঘোষিত, কমছে কাউন্সিলংয়ের খরচ

CLAT 2022-23 Dates Announced: ২০২২ সালে সেই প্রবেশিকা পরীক্ষা (CLAT) হবে বছরে দু'বার। কমন ল অ্যাডমিশন টেস্ট ২০২২ (CLAT 2022) ৮ মে আয়োজিত হবে। অন্যদিকে, ক্ল্যাট ২০২৩ (CLAT 2023) হবে ১৮ ডিসেম্বর।

Advertisement
CLAT-এর দিনক্ষণ ঘোষিত, কমছে কাউন্সিলংয়ের খরচক্ল্য়াট পরীক্ষার দিনক্ষণ ঘোষিত
হাইলাইটস
  • যাঁরা আইন নিয়ে পড়তে চান, তাঁদের জন্য অপেক্ষার অবসান
  • ক্ল্যাট-এর দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে
  • ২০২২ সালে সেই প্রবেশিকা পরীক্ষা হবে বছরে দু'বার

CLAT 2022-23 Dates Announced: যাঁরা আইন নিয়ে পড়তে চান, তাঁদের জন্য অপেক্ষার অবসান। ক্ল্যাট (CLAT)-এর দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। আইনের প্রবেশিকা ওই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল। ন্যাশনাল ল ইউনিভার্সিটি (National Law University)-র কনসোর্টিয়াম তারিখের ব্য়াপারে সিদ্ধান্ত নিয়েছে। 

বছরে দু'বার
২০২২ সালে সেই প্রবেশিকা পরীক্ষা (CLAT) হবে বছরে দু'বার। কমন ল অ্যাডমিশন টেস্ট ২০২২ (CLAT 2022) ৮ মে আয়োজিত হবে। অন্যদিকে, ক্ল্যাট ২০২৩ (CLAT 2023) হবে ১৮ ডিসেম্বর। প্রথমবার এমন করা হচ্ছে যখন একই বছরে এই পরীক্ষা দু'বার আয়োজন করা হচ্ছে।

খরচ কমেছে
এর পাশাপাশি আরও একটি ভাল খবরও আছে। আর তা হল আবেদনের খরচ কমান। এক ধাক্কায় অনেকটাই কমেছে। ফলে প্রার্থীদের বেশ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে সিদ্ধান্ত
হায়দ্রাবাদের নালসার (NALSAR) ইউনিভার্সিটি অফ ল-র অধ্যাপক পৌরহিত্যে ১৪ নভেম্বর এক বৈঠকের আয়োজন করা হয়। সেটি হল ন্যাশনাল ল ইউনিভার্সিটি (National Law University)-র কনসর্টিয়ামের বার্ষিক কার্য়করী সভা এবং সাধারণ সভা। ওই বৈঠকেই পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

কনসর্টিয়ামে অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য কাউন্সেলিং ফি ৫০ হাজার টাকা ছিল। তবে তা কমানো হয়েছে। এখন তা হয়েছে ৩০ হাজার টাকা। অন্যদিকে, এসসি, এসটি, ওবিসি, বিসি, ইডব্লুএস, পিডব্লুডি এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য তা হয়েছে ২০ হাজার টাকা।

যেহেতু ক্ল্যাট (CLAT)-এর দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, তাই মনে করা হচ্ছে যারা পরীক্ষার আয়োজন করবে তারা রেজিস্ট্রেশন এবং অন্যান্য দিনক্ষণ খুব শিগগিরি ঘোষণা করে দেব।

কোভিডের কথা মাথায় রেখে
ক্ল্যাট (CLAT) একটি প্রবেশিকা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে দেশের শীর্ষ আইন শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি হওয়ার সুযোগ মেলে। স্নাতক, স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যায়। করোনাভাইরাস সংক্রমণের কথা মাথায় রেখে পরীক্ষা (CLAT) নেওয়ার ব্য়বস্থা করা হবে। অফলাইনেই এই পরীক্ষা নেওয়া হবে। 

 

POST A COMMENT
Advertisement