College Admission Portal: অনলাইনে ফি জমা দিয়েও কলেজ বা সাবজেক্ট বদল, টাকা ফেরত পাবেন? যা জানালেন শিক্ষামন্ত্রী

বুধবার নয়া কলেজে ভর্তির নয়া পোর্টাল লঞ্চ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে। ফলে কলেজে-কলেজে গিয়ে আর ফর্ম ফিলআপের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এর পাশাপাশি ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করাও এই পোর্টালের লক্ষ্য। 

Advertisement
অনলাইনে ফি জমা দিয়েও কলেজ বা সাবজেক্ট বদল, টাকা ফেরত পাবেন? যা জানালেন শিক্ষামন্ত্রীbratya basu
হাইলাইটস
  • বুধবার নয়া কলেজে ভর্তির নয়া পোর্টাল লঞ্চ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
  • এই পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে।
  • ফলে কলেজে-কলেজে গিয়ে আর ফর্ম ফিলআপের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না।

বুধবার নয়া কলেজে ভর্তির নয়া পোর্টাল লঞ্চ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে। ফলে কলেজে-কলেজে গিয়ে আর ফর্ম ফিলআপের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এর পাশাপাশি ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করাও এই পোর্টালের লক্ষ্য। 

এই একটি পোর্টালের মাধ্যমে একসঙ্গে ২৫টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন আবেদনকারীরা। শুধু তাই নয়, পোর্টালটির সুবিধা বাখ্যা করতে গিয়ে ব্রাত্য বসু জানান, এক কলেজে ভর্তি হয়ে পরবর্তী ক্ষেত্রে সেই পড়ুয়া অন্য কলেজেও ভর্তি হতে পারেন। সেক্ষেত্রে যদি আগের কলেজে ভর্তির ফি বেশি থাকে, তাহলে পরের কলেজে ভর্তি হয়ে অতিরিক্ত টাকা ফেরত পেয়ে যাবেন তাঁরা। শুধু তাই নয়, সাবজেক্ট ভিত্তিতেও এই সুবিধা রয়েছে। উদাহরণ দিয়ে শিক্ষামন্ত্রী জানান, কেউ যদি কেমিস্ট্রি নিয়ে পরে ফিজিক্স নেয়, এবং কেমিস্ট্রির যদি ফি বেশি হয়, সেক্ষেত্রে বাকি টাকাটা তিনি ফেরত পেয়ে যাবেন। 

তবে উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সেই টাকা ফেরত পাবেন পড়ুয়ারা। 

আবেদনের ভিত্তিতে রাজ্যস্তরে কলেজভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে। ফলে ভর্তির জন্য আর কলেজ কর্তৃপক্ষ বা ছাত্র সংসদের কোনও ভূমিকা থাকবে না। এই পোর্টালের মাধ্যমেই পুরো প্রক্রিয়াটা হবে। 

এর আগে যদিও ২০২২ সালেই এমন পোর্টালের কথা ভাবা হয়েছিল। কিন্তু তখন তা বাস্তবায়িত হয়নি। তবে এবার সেই পোর্টালই চালু করার একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে রাজ্য সরকার। 

এতদিন স্নাতক স্তরে কলেজে ভর্তির জন্য ফর্ম তুলতে হত। সেটা ফিল আপ করে লাইনে দাঁড়িয়ে জমা দিতে হত। নয়া পোর্টাল চালু হলে সবকিছু আরও দ্রুততর ও আধুনিক হবে বলে মনে করছে শিক্ষামহল। এই একটি পোর্টাল ব্যবহার করেই একজন পড়ুয়া ২৫টি কলেজে আবেদন করতে পারবেন। এর ফলে তাঁদের হাতে আরও বেশি অপশন আসবে। 

POST A COMMENT
Advertisement